কোনও রঙ না দেখেই ব্যবস্থা নেওয়া হবে। আইন আইনের পথে চলবে- মুখ্যমন্ত্রী বিধানসভায় রাজ্য পুলিশের (West Bengal Police) ভূয়সী প্রশংসা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee)। বুধবার, বিধানসভায় (Assembly) ভাষণে তিনি বলেন, “সব পুলিশকে দিয়ে সবটা হবে না। ৯৯ শতাংশ পুলিশ ভালো। দুয়েক জন খারাপ হতে পারে। অস্বীকার করছি না।“ মুখ্যমন্ত্রী বলেন, পুলিশ কাজ করে। তাদের প্রশংসা করা উচিত। “এ রাজ্যের পুলিশের সঙ্গে একমাত্র তুলনা করা যেতে পারে স্কটল্যান্ড ইয়ার্ডের। ফলে সব জায়গায় তাদের দোষ ধরলে চলবে না।“
আনিস খানের (Anis Khan) মৃত্যু থেকে শুরু করে দুই নব নির্বাচিত কাউন্সিলরের হত্যায় কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)। আনিস কাণ্ডে পুলিশ গ্রেফতার হয়েছে। অনুপম দত্তের (Anupam Dutta) ছোট দুটো শিশু রয়েছে। তাঁকে খুন করে দেওয়া হয়েছে। ঝালদায় তৃণমূল (TMC) করা সত্ত্বেও গ্রেফতার হয়েছে। তিনি বলেন, “কোনও রঙ না দেখেই ব্যবস্থা নেওয়া হবে। আইন আইনের পথে চলবে।“
আরও পড়ুন: এ কেমন বিরোধী নেতা!
“আমরা যখন আনন্দ করি পুলিশ রাস্তায় কাজ করে তখন। তাদের দিকটাও দেখতে হবে। যখন খেলা-মেলা হয় তখন পুলিশ কাজ করে। তাদের প্রশংসা করা উচিত।“ সাইক্লোন, কোভিড, দাঙ্গায় কাজ করেছেন পুলিশ কর্মীরা। ১২০ জন পুলিশ কোভিডে মারা গিয়েছেন। জানান মুখ্যমন্ত্রী। তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানান।