রেফারিকে তোপ দেগে শাস্তির মুখে রোনাল্ডো

Must read

ম্যাঞ্চেস্টার : ঘরের মাঠে হার। আর তাতেই চ্যাম্পিয়ন্স লিগ অভিযান শেষ ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের (Cristiano Ronaldo)। শুধু তাই নয়, মাঠেই রেফারিকে বিদ্রুপ করে শাস্তির মুখে সিআর সেভেন!

মঙ্গলবার রাতের ম্যাচে ফেভারিট হিসেবেই মাঠে নেমেছিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। আগের ম্যাচে দুরন্ত হ্যাটট্রিক করে ভক্তদের প্রত্যাশা উস্কে দিয়েছিলেন রোনাল্ডো। কিন্তু এই ম্যাচে তিনি ডাহা ফেল! উল্টে ১-০ গোলে জিতে দু’লেগ মিলিয়ে ২-১ ব্যবধানে এগিয়ে থাকার সুবাদে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল অ্যাটলেটিকো মাদ্রিদ।

আরও পড়ুন: বিশ্বরেকর্ড গড়েও সন্তুষ্ট নন ঝুলন

৪১ মিনিটে একটি প্রতি আক্রমণ থেকে জয়সূচক গোল তুলে নেয় অ্যাটলেটিকো। নিজেদের বক্সের কিছুটা বাইরে ইউনাইটেডের উইঙ্গার অ্যান্থনি এলাঙ্গাকে কড়া ট্যাকল করেছিলেন অ্যাটলেটিকোর ডিফেন্ডার রেইলান্ডো মানদোভা। নিশ্চিত ফাউল ভেবে দাঁড়িয়ে পড়েন ম্যান ইউয়ের ফুটবলাররা। যদিও রেফারি কোনও বাঁশি বাজাননি। বরং জোয়াও ফেলিক্সের ব্যাক হিল থেকে বল পেয়ে দ্রুতগতিতে ম্যান ইউ বক্সে পৌঁছে গিয়ে ক্রস ভাসান আতোঁয়া গ্রিজম্যান। সবার অলক্ষ্যে ওভারল্যাপে উঠে আসা অ্যাটলেটিকো ডিফেন্ডার রেনান লোডি হেডে বল জালে জড়িয়ে দেন।

এই গোলের পরেই রেফারিকে ঘিরে ধরে প্রতিবাদ জানাতে থাকেন ম্যান ইউয়ের ফুটবলাররা। রোনাল্ডো (Cristiano Ronaldo) একধাপ এগিয়ে হাতের ইঙ্গিতে রেফারিকে চশমা পড়ার পরামর্শ দেন ব্যঙ্গ করে। যদিও সেই প্রতিবাদে কোনও কাজ হয়নি। তবে রেফারিকে বিদ্রুপ করার জন্য রোনাল্ডো শাস্তি পেতে পারেন। তাঁকে এক ম্যাচের জন্য নির্বাসিত করা হতে পারে বলেই খবর।

এই ম্যাচেই ইকের ক্যাসিয়াসকে টপকে চ্যাম্পিয়ন্স লিগের আসরে সবচেয়ে বেশি সময় খেলার নতুন রেকর্ড গড়লেন রোনাল্ডো। কিন্তু ব্যক্তিগত নজির গড়ার এই ম্যাচটা দ্রুত ভুলে যেতে চাইবেন সিআর সেভেন।

Latest article