যোদ্ধারা বোধহয় এরকমই হন। তারা বারবার নিজেরাই নিজেকে ছাপিয়ে যান। মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর রাজনৈতিক জীবনে যা যা করেছেন তা কার্যত লোকগাঁথা হয়ে গেছে। ভেঙেছেন একের পর এক রেকর্ড। এবারও তিনি নিজের পুরনো রেকর্ড কে ছাপিয়ে গড়লেন নতুন রেকর্ড। অতিমারির কারণে ২০২০ ও ২০২১, টানা দুবার ২১ জুলাই শহিদ দিবস হল ভার্চুয়ালি। ২০২০-র একুশ জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণে যত মানুষ চোখ রেখেছিলেন তা কার্যত রেকর্ড হয়েছিল। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পেজে এই ভাষণ সরাসরি সম্প্রচারিত হয়েছিল সেখানে দেখা যাচ্ছে গত এক বছরে প্রায় ১৫ হাজারেরও বেশি শেয়ার হয়েছে এই ভাষণ।
আরও পড়ুন-তীব্র বিজেপি-বিরোধী বার্তা দিতে দিল্লিতে দফায় দফায় বৈঠক করেছেন অভিষেক
কমেন্ট করেছেন এক লক্ষ ৬৪ হাজারের বেশি মানুষ। এবারে সেই নজিরকেও ছাপিয়ে গিয়ে দেখা গেল গত ২৪ ঘন্টায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ লাইক করেছেন প্রায় ২৫ হাজার মানুষ। কমেন্ট করেছেন দু লক্ষ ৭৮ হাজার মানুষ। দলনেত্রীর ভাষণ শেয়ার করেছেন ৩২ হাজার মানুষ। ভিউজ ১ মিলিয়ন। এটি গত ২৪ ঘন্টার হিসেবে কিন্তু সংখ্যাটা ক্রমশ বেড়েই চলেছে এবার যদি এক ঘন্টায় দেখি গত এক বছরে যে পরিমাণ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ফেসবুক পেজে চোখ রেখেছেন একুশে জুলাই ২০২১-এর ভাষণে সেই সংখ্যাটা দাঁড়িয়েছে এক ঘণ্টায় অন্তত দু লক্ষ ৫০ হাজার মানুষ সেখানে সঙ্গে সঙ্গে কমেন্ট করেছেন।
আরও পড়ুন-সত্যের কণ্ঠরোধ করার প্রতিবাদে মোদি সরকারকে আক্রমণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের
প্রসঙ্গত, মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই নিজের রেকর্ড ব্রেকার। ২০১১-এ তিনি যখন ক্ষমতায় আসেন কংগ্রেসের সঙ্গে জোট করে যে সংখ্যক আসন পেয়েছিলেন ২০১৬-তে একা লড়ে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে টপকে যান। ২০২১-এ আবার ২০১৬-র সংখ্যাকেও টপকে গিয়েছেন তৃণমূল সুপ্রিমো। বাংলার মানুষ দুহাত ভরে আশীর্বাদ করেছেন বিপুল জনাদেশ নিয়ে তৃতীয়বারের জন্য মা-মাটি-মানুষের সরকার গড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।