যন্তরমন্তরে কেন্দ্রীয় কৃষি আইনের বিরুদ্ধে লাগাতার বিক্ষোভ কর্মসূচি কৃষকদের

Must read

সংসদে চলছে বাদল অধিবেশন। যতদিন অধিবেশন চলবে ততদিন দিল্লির যন্তরমন্তরে কেন্দ্রীয় কৃষি আইনের বিরুদ্ধে লাগাতার বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাবেন আন্দোলনকারী কৃষকরা। এমনই জানানো হয়েছে আন্দোলনকারীদের পক্ষ থেকে। আন্দোলনকারীরা জানিয়েছেন, অধিবেশন চলাকালীন প্রতিদিন সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিক্ষোভ চলবে। সংযুক্ত কিষান মোর্চা-সহ একাধিক কৃষক সংগঠনের সঙ্গে দফায় দফায় বৈঠকের পর যন্তরমন্তরে কোভিড প্রোটোকল মেনে শান্তিপূর্ণ বিক্ষোভের অনুমতি দিয়েছে দিল্লি পুলিশ।

বৃহস্পতিবার সকাল থেকেই কর্মসূচি শুরু করে দিয়েছেন আন্দোলনকারী কৃষকরা। কৃষি আইন বাতিলের দাবিতে যন্তরমন্তরে বিক্ষোভ দেখান তাঁরা। বিক্ষোভ প্রতিহত করতে কার্যত দুর্গে পরিণত করা হয়েছে দিল্লিকে। গত বছরের লালকেল্লার ঘটনার পুনরাবৃত্তি এড়াতে অতিরিক্ত সতর্ক দিল্লি পুলিশ।

আরও পড়ুন-তীব্র বিজেপি-বিরোধী বার্তা দিতে দিল্লিতে দফায় দফায় বৈঠক করেছেন অভিষেক

পূর্ব অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে নিরাপত্তায় কোনও ফাঁক রাখতে চাইছে না প্রশাসন। ইতিমধ্যে যন্তরমন্তরের সুরক্ষা ব্যবস্থা ঘুরে দেখেছেন দিল্লি পুলিশের স্পেশ্যাল সিপি (ক্রাইম) সতীশ গোলচা এবং জয়েন্ট সিপি যশপাল সিং। ভোর থেকেই রাজধানীর নানা এলাকায় মোতায়েন করা হয় বিশাল বাহিনী। আঁটোসাটো নিরাপত্তা ও নজরদারি চলে টিকরি, সিঙ্ঘু সীমানায়।

আরও পড়ুন-সত্যের কণ্ঠরোধ করার প্রতিবাদে মোদি সরকারকে আক্রমণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

ভারতীয় কিষাণ ইউনিয়নের নেতা রাকেশ টিকায়েত বলেন, আমাদের পরবর্তী লক্ষ্য উত্তরপ্রদেশ। সেখানে বিজেপিকে পর্যুদস্ত করাই আমাদের লক্ষ্য। এদিকে এদিন কংগ্রেস সংসদীয় দলের পক্ষ থেকেও কৃষি আইনের প্রতিবাদে বিক্ষোভ দেখানো হয়। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী, অধীর চৌধুরী, গৌরব গগৈ সহ নেতারা এই বিক্ষোভে নেতৃত্ব দেন।

Latest article