সংবাদদাতা, বহরমপুর : মুখ্যমন্ত্রীর দুর্গাপুজোর অনুদান বাড়ানোর ঘোষণায় নওদা ব্লকের রায়পুর গ্রাম পঞ্চায়েতের শব্দনগর সর্দারপাড়ায় এবার ঢাকঢোল পিটিয়ে দুর্গাপুজো করবে মহিলা আদিবাসী পুজো কমিটি (Women Adivasi Puja Committee)। ১০-১৫ কিমি দূরে পুজো দেখতে যেতে হত বলে তিন বছর আগে নিজেদের পাড়াতেই পুজোর আয়োজন করেন শব্দনগর সর্দারপাড়ার আদিবাসী মহিলারা। ৮০ ঘর পরিবারের দুর্গাপুজো নিয়ে উৎসাহ থাকলেও ভাটা ছিল অর্থের। সে বছরই প্রথম মুখ্যমন্ত্রীর অনুদান পেয়ে পুজাের চারদিন হইহই করে আনন্দ করেন এলাকার ৮ থেকে ৮০ সকলেই। গ্রামের ১৫ জন মহিলা দ্বারা পরিচালিত কমিটির (Women Adivasi Puja Committee) উদ্যোগে এবারেও সেই পুজো হবে। সম্পাদক টুম্পা সর্দার বলেন, ‘দিন আনি দিন খাই। মাঠেঘাটে কাজ করে কোনওরকমে সংসার চলে। দুর্গাপুজো হচ্ছে মুখ্যমন্ত্রীর বলভরসায়। মুখ্যমন্ত্রীই আমাদের এই আদিবাসী পাড়ার সবার কাছে মা দুর্গা।’
আরও পড়ুন: প্লাবিত এলাকায় গেলেন মন্ত্রী মানস ভুঁইয়া