‘বিজেপিকে ভয় পাই না’

Must read

প্রতিবেদন : ‘বিজেপির তিন জামাই— ইডি, ইনকাম ট্যাক্স আর সিবিআই’। বুধবার এই মন্তব্য করেছেন বিহারের উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব (Tejashwi Yadav)। এদিন বিহার বিধানসভায় আস্থাভোটের বিতর্কে অংশ নিয়ে তিনি বলেন, বিজেপি এই এজেন্সিগুলি তাদের বিরুদ্ধে ব্যবহার করবে যাদের মাথা নত করা বা কেনা যাবে না। তেজস্বী যাদব বলেন, তদন্তকারী সংস্থাগুলিকে দিয়ে আমাদের ভয় দেখানোর কাজ চলছে। বিজেপি যেখানে ভয় পায় সেখানে অভিযান চালায়। কিন্তু আমরা ভয় পাওয়ার কেউ নই। তেজস্বী (Tejashwi Yadav) বলেছেন, আসল ঘটনা হল বিজেপি ২০২৪ নিয়ে ভয় পাচ্ছে। নীতীশজির নেতৃত্বে নতুন জোট সরকার বিস্ময়কর কাজ করবে এবং এবার একটি দীর্ঘ ইনিংস হবে। বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবী বলেছেন, বিজেপির নেতারা আরজেডি এবং জেডিইউ নেতৃত্বাধীন সরকারকে ভয় পায়। বিজেপি ছাড়া সব দলই আমাদের সঙ্গে আছে। আমাদের সংখ্যাগরিষ্ঠতা আছে৷

আরও পড়ুন: বিহার, দিল্লি, ঝাড়খণ্ডে সিবিআই-ইডি হানা

Latest article