সংবাদদাতা, ঝাড়গ্রাম : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) আসছেন ঝাড়গ্রাম (Jhargram) সফরে। ১৯ মে ঝাড়গ্রাম স্টেডিয়ামে তাঁর (Mamata Banerjee) জনসভা। সেই সভা সফল করতে রবিবার জেলা (Jhargram) জুড়ে প্রচার চলল। কোথাও বাইক মিছিল, কোথাও দলীয় পতাকা হাতে শুধু মহিলাদের নজরকাড়া পদযাত্রা। ব্লকের চন্দ্রী অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বাইক মিছিলের পুরোভাগে ছিলেন দলের জেলা সভাপতি, বিনপুরের বিধায়ক দেবনাথ হাঁসদা, গোপীবল্লভপুরের বিধায়ক ডাঃ খগেন্দ্রনাথ মাহাত। মুখ্যমন্ত্রীর জনসভায় উপস্থিত থেকে সভাকে সাফল্যমণ্ডিত করার আহ্বান জানানো হয় মিছিল থেকে। একই আবেদন নিয়ে গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের পেটবিন্ধি অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগেও হয় বাইক মিছিল। নেতৃত্ব দেন ব্লক তৃণমূল সভাপতি টিঙ্কু পাল। সাঁকরাইল ব্লকের রোহিণী এলাকায় মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পদযাত্রায় মহিলাদের ভিড় ছিল চোখে পড়ার মতো। ছিলেন সাঁকরাইল ব্লক তৃণমূল সভাপতি কমলকান্ত রাউত, মহিলা তৃণমূল সভাপতি মনোরমা পাত্র, মোনালিসা মাহাত, অঞ্জলি দোলই প্রমুখ। ১৭ মে মেদিনীপুরে রয়েছে মুখ্যমন্ত্রীর কর্মসূচি। ১৮ মে তিনি আসবেন ঝাড়গ্রাম। জানা গিয়েছে ঝাড়গ্রাম স্টেডিয়ামে পর পর দু’দিন তাঁর কর্মসূচি রয়েছে। স্টেডিয়ামে মঞ্চ বাঁধার কাজ চলছে।
আরও পড়ুন: আদিবাসীদের উসকাতে গিয়ে বিপত্তি: মহাসভার মধ্যেই দ্বন্দ্ব, মার খেলেন বিজেপি নেতারা