বন্দে ভারতে (Vande bharat Express) হামলা চালানো হয়েছে বিহার থেকে। বুধবারই ভিডিও প্রকাশ করে এমনটাই জানিয়ে দিয়েছে রেল। এই নিয়ে বিরোধী দলনেতা-সহ বিজেপি নেতারা বাংলাকে কাঠগড়ায় তুলেছিলেন। সেই প্রসঙ্গ উল্লেখ কড়া প্রতিক্রিয়া দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার, গঙ্গাসাগর থেকে ফেরার পথে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, “রেল নিজেই জানিয়েছে, ঢিল ছোড়া হয়েছিল বিহার থেকে। অথচ এখানে তিনদিন ধরে ভুয়ো খবর ছড়িয়ে মানুষকে ভুল বোঝানো হয়েছে। এটা যারা করছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।“ নাম না করে স্পষ্ট বিজেপি নেতাদের বিরুদ্ধে তোপ দেগেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন: উত্তরপ্রদেশে তরুণীকে টেনে হিঁচড়ে নিয়ে গেল গাড়ি, পলাতক চালক
মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee) বলেন, বিহারের মানুষের বন্দে ভারত নিয়ে রাগ থাকতেই পারে। বিহারে বিজেপি ক্ষমতা থেকে সরে যাওয়ায়, ওরা বঞ্চিত, এটা তো ঠিক নয়। এরপরেই কটাক্ষ করে মমতা বলেন, ”ওই তো একটা ট্রেন। পুরনো কামরা রং করে একটা ইঞ্জিন লাগিয়ে নামিয়ে দিয়েছে”। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমি রেলমন্ত্রী থাকাকালীন বছরে একশোটা করে নতুন ট্রেন দিয়েছি। গত ১১ বছরে বাংলা কোনও নতুন ট্রেন পায়নি। এই এতদিনে একটা দিল।”
মালদহে বন্দে ভারত এক্সপ্রেসে ঢিল ছোড়া নিয়ে বাংলাকে নিশানা করে বিজেপি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ভিডিও টুইট করে অপপ্রচার চালান যে এই ঘটনা বাংলার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রেলমন্ত্রীকে ট্যাগ করে এই ঘটনায় এনআইএ তদন্তের দাবি জানান শুভেন্দু। এই ঘটনায় নাম না করে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী। “রেল নিজেই জানিয়েছে, ঢিল ছোড়া হয়েছিল বিহার থেকে। অথচ এখানে তিনদিন ধরে ভুয়ো খবর ছড়িয়ে মানুষকে ভুল বোঝানো হয়েছে। এটা যারা করছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।“