ছাত্র-মৃত্যুতে গ্রেফতার ২ পুলিশ-কর্মী, বিক্ষোভের জেরে দুর্ভোগে সাধারণ মানুষ: মুখ্যমন্ত্রী

Must read

আনিস খানের (Anish Khan) মৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই ২ পুলিশকর্মীকে গ্রেফতার করা হয়েছে। নবান্নে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। একই সঙ্গে আনিসের মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভের নামে সাধারণ মানুষের দুর্ভোগের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বার দুয়েক মৃতের পরিবারের সঙ্গে দেখা করেছেন সিট (SIT)-সদস্যেরা। কিন্তু পরিবারের তরফে ফের ময়নাতদন্তে সম্মতি দেওয়া হয়নি। মুখ্যমন্ত্রী বলেন, “সরকার এ বিষয়ে খুব কড়া। অভিযোগ যদি সত্যি হয়, আইন আইনের পথে চলবে”।

মুখ্যমন্ত্রীর নির্দেশে সোমবারই আনিস খান-মৃত্যুর তদন্তে তিন সদস্যের সিট গঠন করা হয়েছে। ইতিমধ্যেই দুই পুলিশ কর্মী গ্রেফতার। কিন্তু এই বিষয়ে কোনও কোনও রাজনৈতিক দল অযথা বিক্ষোভ করছেন বলে ক্ষোভ প্রকাশ করেন মমতা। বাম আমলের নাম না করে তিনি বলেন, নন্দীগ্রাম থেকে সিঙ্গুর- ক’জন গ্রেফতার হয়েছে। বিভিন্ন ঘটনায় সিবিআই তদন্ত হয়েছে। কিন্তু কোনও তদন্তই শেষ হয়নি। পুলিশের বিরুদ্ধে কথা বলে, তাদের মনোবল ভেঙে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী।

একই সঙ্গে মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee) বলেন, পুলিশকে বলব নিরপক্ষ পদক্ষেপ করতে। কিন্তু এভাবে আন্দোলনের জেরে সাধারণ মানুষ দুর্ভোগে পড়ছেন। মঙ্গলবারের বিক্ষোভের জেরে অনেকে সঠিক সময় বিমানবন্দরে পৌঁছতে পারেননি বলে অভিযোগ করেন মমতা। তিনি বলেন, সরকারকে দুর্বল ভাববেন না।

Latest article