Mamata Banerjee: ওমিক্রন রুখতে বাংলায় আন্তর্জাতিক বিমান বন্ধের প্রস্তাব মুখ্যমন্ত্রীর

Must read

রাজ্যে ক্রমশ বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা। তবে কি আবার লকডাউন? এই পরিস্থিতিতে বঙ্গবাসীকে আশ্বস্ত করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) স্পষ্ট জানালেন এখনই লকডাউন করা হবে না রাজ্যে। একইসঙ্গে করোনা(covid) নিয়ে মানুষকে আরও সতর্ক হওয়ার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি সংক্রমণ রুখতে অবিলম্বে পশ্চিমবঙ্গে বিদেশ থেকে আসা বিমান ওঠানামা বন্ধ হওয়া প্রয়োজন বলে জানালেন মুখ্যমন্ত্রী(Chief Minister Mamata Banerjee) মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুনগ্রামোন্নয়নের জন্য দিশা দেখাচ্ছে রুরাল ম্যানেজমেন্ট

গত মঙ্গলবার গঙ্গাসাগর সফরে গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার কলকাতা ফেরার আগে সেখান থেকে সংবাদমাধ্যমের মুখোমুখি হন তিনি। প্রশ্নোত্তর পর্বে করোনার নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রন প্রসঙ্গ উঠলে মুখ্যমন্ত্রী জানান, “আমরা সকলেই জানি বিদেশ থেকে যে বিমানগুলি আসছে, সেখান থেকেই ওমিক্রন ছড়াচ্ছে। অবিলম্বে বিদেশি বিমান ওঠানামা বন্ধ করা দরকার।” পাশাপাশি ওমিক্রন নিয়ে রাজ্য সরকার যে যথেষ্ট উদ্বিগ্ন তা স্পষ্ট করে দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকারের তরফে পরিস্থিতি মোকাবিলা করার সমস্ত রকম চেষ্টা চালানো হচ্ছে। রিভিউ মিটিং করছে প্রশাসন।

আরও পড়ুন: ওমিক্রন আতঙ্ক নয়, সতর্ক থাকুন

পাশাপাশি লকডাউন প্রসঙ্গে তিনি আরও বলেন, “গত দু’বছর লকডাউন দেখেছি আমরা সকলে। মানুষের প্রচুর ক্ষতি হয়েছে। তাই এখনই লকডাউন করা হবে না। যে এলাকায় আক্রান্তের সংখ্যা বাড়বে সেখানে কনটেনমেন্ট জোন করা হবে। বিধিনিষেধ জারি করা হবে। তবে লক্ষ্য রাখা হবে জনজীবন যাতে ব্যাহত না হয়।” এছাড়াও রাজ্যবাসীকে সচেতনতা বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী আরও জানান, বর্ষবরণের উৎসবে মাতলেও সচেতনতা বজায় রাখতে হবে। মাস্ক, স্যানিটাইজার অবশ্যই ব্যবহার করবেন। গঙ্গাসাগর মেলার ক্ষেত্রেও সমস্ত রকম সতর্কতা পালনের নির্দেশ দেওয়া হয়েছে।  করোনাকে ভয় না পেয়ে সর্তকতা অবলম্বন করে যেতে হবে আমাদের। আগের মতোই পরিস্থিতি মোকাবিলার সমস্ত রকম চেষ্টা রাজ্য সরকার করবে।

Latest article