বুধবার হবে মন্ত্রিসভার রদবদল, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

Must read

মন্ত্রিসভা ভাঙার কোনও পরিকল্পনা নেই, তবে রদবদল (Cabinet Reshuffle on Wednesday) হবে- আজ, সোমবার, মন্ত্রিসভার বৈঠকের পরে সাংবাদিক বৈঠকে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার, বিকেল চারটেয় আবারও বসবে মন্ত্রিসভার বৈঠক। সেখানেই এই বিষয়ে সিদ্ধান্ত ঘোষণা হবে।

মুখ্যমন্ত্রী বলেন, সুব্রত মুখোপাধ্যায় (Subrata Mukharjee), সাধন পাণ্ডের (Sadhan Pandey) মৃত্যুতে তাঁদের দায়িত্বে থাকা দফতর সামলানোর জন্য কাউকে দায়িত্ব দেওয়া দরকার। এর পাশাপাশি জেলে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chaterjee)। সেই কারণেই মন্ত্রিসভার রদবদল হবে।

আরও পড়ুন: বাংলায় আরও ৭ নতুন জেলা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, অনেকেই জল্পনা করছিলেন কামরাজ মডেলে মন্ত্রিসভা ভেঙে নতুন মন্ত্রিসভা গঠিন হবে। কিন্তু তেমন কোনও পরিকল্পনা তাঁদের নেই বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বুধবার, ছোট রদবদল (Cabinet Reshuffle on Wednesday) হবে। নতুন ৫-৬ জনকে দায়িত্বে আনা হবে। ৪-৫ জনকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দলের দায়িত্ব দেওয়া হবে বলে ঘোষণা করেন মমতা। তিনি জানান, অনেকগুলি দফতর তাঁর হাতে চলে এসেছে। সেগুলি সবার মধ্যে ভাগ করে দিতে চান।

Latest article