ভ্যাকসিন বৈষম্যের অভিযোগ তুলে ফের প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

Must read

ভ্যাকসিন বৈষম্যের অভিযোগ তুলে ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছেন, “ব্যথিত হয়ে বলছি, যে পরিমাণ ভ্যাকসিন চেয়েছিলাম তা এখনও পাইনি। এই বিষয়ে আপনাদের অনেকবার চিঠি পাঠিয়েছি। আমাদের অবিলম্বে ভ্যাকসিন পাঠান”।

আরও পড়ুন-দেশে পথ দুর্ঘটনায় মৃত্যু এত বাড়ছে কেন? কেন্দ্রের কাছে প্রশ্ন অভিষেকের

দিল্লি সফরে গিয়ে মোদির সঙ্গে দেখা করে ভ্যাকসিনের দাবি জানিয়ে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ডিভিসির ছাড়া জলে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতি হওয়ার অভিযোগ জানিয়ে গতকাল চিঠি প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন মুখ্যমন্ত্রী। ফের আজ ভ্যাকসিন চেয়ে মোদিকে চিঠি লিখলেন মমতা।

আরও পড়ুন-মহারাজ প্রদ্যোত কিশোরের সঙ্গে বৈঠক: সৌজন্যসাক্ষাৎ, বললেন কুণাল

প্রায় সাড়ে ১০ কোটি জনসংখ্যার পশ্চিমবঙ্গে ভ্যাকসিনের অপ্রতুলতার কথা আগেই বলেছিলেন মুখ্যমন্ত্রী। চিঠিতে তিনি সাফ লেখেন, বিজেপি শাসিত রাজ্য উত্তরপ্রদেশ, গুজরাট, কর্ণাটকের তুলনায় পশ্চিমবঙ্গ অনেক কম ভ্যাকসিন পেয়েছে। “বাংলা বঞ্চিত হলে আমি নীরব দর্শক হয়ে বসে থাকব না।” এই বৈষম্য হওয়া কাম্য নয়। কেন্দ্রের নীতি অনুযায়ী প্রত্যেককেই নিখরচায় ভ্যাকসিন দেওয়ার কথা। কিন্তু পশ্চিমবঙ্গ তুলনায় পেয়েছে অনেক কম। রাজ্য সরকার উদ্যোগী হয়ে নিজেরাই প্রায় তিন কোটি রাজ্যবাসীকে ভ্যাকসিন দিয়েছে। এর মধ্যে প্রায় দু’কোটি কুড়ি লক্ষ প্রথম, 89 লক্ষ দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে। ” দিনে বর্তমানে ৪ লক্ষ ডোজ ভ্যাকসিন দেওয়া হচ্ছে রাজ্যে। আমরা দৈনিক ১১ লক্ষ ডোজ দিতে সক্ষম”। পরিস্থিতি যেখানে দাঁড়িয়ে আছে অতি দ্রুত পশ্চিমবঙ্গের মানুষকে ভ্যাকসিন দেওয়ার কাজ করতে হবে।

Latest article