রাজনীতি

আমাদের মুড়ি ফিরিয়ে দাও নইলে বিজেপি বিদায় নাও: একুশের মঞ্চে মুড়ি ও সিলিন্ডার এনে সরব মমতা বন্দ্যোপাধ্যায়

মুড়ি, চিঁড়ে, দুধ-এর মতো মানুষের নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীতে জিএসটি বসিয়েছে মোদি সরকার। যার জেরে দাম বেড়েছে এই সকল সামগ্রীর। এরই বিরুদ্ধে ২১ জুলাইয়ের মঞ্চ থেকে নাটকীয় ভঙ্গিমায় প্রতিবাদ জানালেন তৃণমূল কংগ্রেস(TMC) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। কর্মীদের আনা মুড়ি মঞ্চে তুলে এনে মমতা বললেন, “এই মুড়ির উপরও জিএসটি (GST)! কত জিএসটি বসিয়েছে?” এরপর রীতিমত হুঁশিয়ারি দিয়ে নেত্রী জানালেন, “আমাদের মুড়ি ফিরিয়ে দাও, নইলে বিজেপি বিদায় নাও।” শুধু তাই নয়, গ্যাসের ব্যাপক মূল্যবৃদ্ধির প্রতিবাদে মঞ্চে তুলে আনলেন প্রতীকী সিলিন্ডার। আর সেই সিলিন্ডার হাতে নিয়ে প্রতিবাদে সামিল হলেন সাংসদ দেব।

সম্প্রতি মুড়ি, চিড়ে, দুধের মতো প্যাকেটজাত একাধিক নিত্যপ্রয়োজনীয় উপর জিএসটি বসিয়েছে কেন্দ্র। এই ঘটনায় ক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস নেত্রী এদিন সরব হন একুশের মঞ্চ থেকে। বক্তব্যের মাঝেই জনতার উদ্দেশ্যে তিনি বলেন, কেউ মুড়ি নিয়ে এসো। সভামঞ্চের সামনে থাকা জনতার মধ্যে থেকে কেউ একজন মুড়ি এগিয়ে দেন মঞ্চের দিকে। সেই মুড়ি ট্রেতে সাজিয়ে মঞ্চে বিজেপির বিরুদ্ধে সরব হন মমতা। তিনি (CM Mamata Banerjee) বলেন, “এই সামান্য মুড়িতেও জিএসটি! মানুষকে মুড়ি খেতে গেলেও এবার বাড়তি খরচ করতে হবে। আমাদের মুড়ি ফিরিয়ে দাও, নইলে বিজেপি বিদায় নাও।”

আরও পড়ুন-বাংলার নামেই প্রকল্প হবে, কেন্দ্রের কাছে হাত পাতবে না রাজ্য: অভিষেক বন্দ্যোপাধ্যায়

এর পাশাপাশি দফায় দফায় গ্যাসের দাম বাড়তে বাড়তে ১১০০ টাকা ছুয়ে ফেলেছে। মঞ্চে ভয়াবহ এই মূল্যবৃদ্ধির বিরুদ্ধে সরব হন নেত্রী। তখনই ভিড়ের মাঝে প্রতীকী সিলিন্ডার সহ এক তৃণমূল কর্মীকে দেখা যায়। সেটি চোখে পড়তেই মমতা ওই সিলিন্ডার মঞ্চে নিয়ে আসতে বলেন। ডেকে নেন তৃণমূল সাংসদ দেবকে। তাঁর হাতে সিলিন্ডার তুলে দিয়ে তিনি বলেন, “বুঝতে পারছেন কোন সরকারের আমলে আমরা বাস করছি।” এই ইস্যুতে ইডি-সিবিআইকে একহাত নিয়ে মমতা বলেন, “ইডি-সিবিআই অফিসাররা কারও বাড়িতে গেলে ভয় পাবেন না। বাড়িতে ডেকে বসান। তারপর সামনে মুড়ি রাখুন, সিলিন্ডারও রাখুন। জানতে চান, এসবের উপর কেন এত দাম চাপানো হল।”

Jago Bangla

Recent Posts

আরও একধাপ এগোলেন! ভ্যান্স-রুবিওকে সঙ্গে নিয়ে গ্রিনল্যান্ড দখল ট্রাম্পের

গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…

1 hour ago

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

4 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

5 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

5 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

5 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

5 hours ago