আজ ঘাটালে দুর্গতদের পাশে মুখ্যমন্ত্রী

Must read

ঘাটাল: ঘাটালে বন্যার জল নামতে শুরু করেছে। তবে এখনও এনডিআরএফ এবং ঘাটাল পুলিশ দিনরাত এক করে পরিষেবা দিচ্ছেন। এমন পরিস্থিতিতে মঙ্গলবার ঘাটাল পরিদর্শনে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: কেন্দ্রের বিমাতৃসুলভ আচরণে সমস্যায় বাংলা

মুখ্যমন্ত্রীর সফরকে ঘিরে আশায় বুক বেঁধেছেন জলমগ্ন ঘাটালবাসী। কয়েকদিন আগেই ঘাটালের সাংসদ তথা অভিনেতা দেব এলাকা ঘুরে গিয়ে জানিয়েছিলেন, যতদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী না হবেন, ততদিন ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর হবে না। সেই মুখ্যমন্ত্রী ঘাটালে এসে কী বলেন, সে নিয়ে মুখিয়ে ঘাটালের প্রশাসন থেকে সাধারণ মানুষ।

ঘাটালের বঙ্গবাসী ক্লাব ময়দানে হেলিপ্যাড তৈরি করা হয়েছে। সেখান থেকে মুখ্যমন্ত্রী সড়কপথে বন্যা পরিদর্শন করতে পারেন। প্রয়োজনে নৌকোয় বানভাসি এলাকাতেও যেতে পারেন। কথা বলতে পারেন বন্যার্তদের সঙ্গে। তাই প্রশাসনের পক্ষে এক নম্বর চাতালে নৌকোর ব্যবস্থা করা হয়েছে। আরগোড়া-সহ পার্শ্ববর্তী এলাকায় মুখ্যমন্ত্রী যেতে পারেন। এমনকি ঘাটাল বসন্তকুমারী উচ্চ বালিকা বিদ্যালয়ের ত্রাণশিবির পরিদর্শন করতে পারেন। ত্রাণবিতরণও করতে পারেন। তাই শুকনো খাবার থেকে নানা ত্রাণসামগ্রী মজুত রাখা হয়েছে।

আরও পড়ুন: ব্যান্ড বাজিয়ে শহিদ তর্পণ করল বিজেপি!

বানভাসি এলাকার তথ্য-পরিসংখ্যান নিয়ে প্রস্তুত রয়েছে মহকুমা প্রশাসন। ইতিমধ্যেই নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেছেন জেলা পুলিশ থেকে প্রশাসনের শীর্ষ আধিকারিকরা। স্থানীয় চন্দন মান্না বলেন, ‘তৃণমূল সুপ্রিমো ঘাটালবাসীকে কী বার্তা দেন, তার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছি।’ ইতিমধ্যেই মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়-সহ একাধিক মন্ত্রী ঘাটাল পরিদর্শন করে গিয়েছেন। মঙ্গলবার মন্ত্রী সৌমেন মহাপাত্র-সহ পশ্চিম মেদিনীপুরের সমস্ত মন্ত্রী এই সফরে উপস্থিত থাকতে পারেন।

Latest article