ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ তুলে নয়াদিল্লিতে ধরনায় শামিল হয়েছেন দেশের প্রথম সারির কুস্তিগিরেরা। গত কয়েকদিন ধরে দিল্লির যন্তর মন্তরে ধরনায় বসে আছেন তাঁরা। এবার বজরং পুনিয়া, বীনেশদের এই আন্দোলনের পাশে দাঁড়ালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁদের সমর্থন করে আগেও বার্তা দিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আবারও আজ বৃহস্পতিবার আন্দোলনরত কুস্তিগিরদের শক্তিশালী থাকার আহ্বান জানালেন দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী (Wrestlers protest- Mamata Banerjee)।
টুইটারে মমতা বন্দ্যোপাধ্যায় (Wrestlers protest- Mamata Banerjee) লিখেছেন, ”এভাবে আমাদের মেয়েদের সম্মান ক্ষুন্ন করা অত্যন্ত লজ্জাজনক। ভারত তার কন্যাদের পাশে দাঁড়িয়েছে এবং আমি একজন মানুষ হিসেবে অবশ্যই আমাদের দেশের কুস্তিগিরদের পাশেই আছি। আইন সবার জন্য এক। “শাসকের আইন” এই যোদ্ধাদের মর্যাদাকে মাটিতে মিশিয়ে দিতে পারে না। লড়াই সঠিক এবং লড়াই চলবে। আমাদের কুস্তিগিরদের আঘাত করার সাহস করবেন না। দেশবাসী তাঁদের কান্না দেখছে এবং তারা আপনাকে ক্ষমা করবে না। আমি আমাদের কুস্তিগিরদের শক্তিশালী থাকার আহ্বান জানাই। আমি তাদের সঙ্গে আমার সমস্ত শক্তি ভাগ করে নিই।“
Disrobing the honour of our daughters in this manner is utterly shameful. India stands by its daughters and I as a human being definitely stand by our wrestlers. Law is one for all. “Law of the ruler” cant hijack the dignity of these fighters. You can assault them but can’t break…
— Mamata Banerjee (@MamataOfficial) May 4, 2023
গতকাল অর্থাৎ বুধবার মধ্যরাতে যৌন নিপীড়নের অভিযোগে অবস্থানরত কুস্তিগিরদের সঙ্গে দিল্লি পুলিশের সংঘাত হয়। হঠাৎই পুলিশ এবং বিক্ষোভকারীদের মধ্যে শুরু হয় বচসা। এমনকী তা হাতাহাতির পর্যায়ে পৌঁছয়। ঘটনার পর যন্তরমন্তর এলাকা সিল করে দেয় দিল্লি পুলিশ। বিক্ষোভকারী কুস্তিগিরদের অভিযোগ, দিল্লি পুলিশের একটি দল মত্ত অবস্থায় বুধবার সন্ধে থেকেই তাঁদের সঙ্গে অশালীন আচরণ করেন। আচমকাই রাতে তাঁরা এসে মারধর করেন এবং মহিলা কুস্তিগিরদেরও গালিগালাজ করেন। তাঁদের দাবি, এতে দুই আন্দোলনকারী আহত হয়েছেন। এক জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে।