প্রতিবেদন : একগুচ্ছ উন্নয়নের বার্তা নিয়ে জেলা সফরের উদ্দেশ্যে রওনা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। সোমবার সন্ধ্যায় তিনি পৌঁছে যান দুর্গাপুর। এদিন অন্ডাল বিমানবন্দরে শিখ সম্প্রদায়ের প্রতিনিধিরা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন। এদিন দুর্গাপুর পৌঁছে পশ্চিম বর্ধমান জেলা নেতৃত্বকে নিয়ে একদফা বৈঠক সারেন নেত্রী। সোমবার রাতে থাকবেন দুর্গাপুরেই। মঙ্গলবার দুর্গাপুর থেকে হেলিকপ্টারে পুরুলিয়া পৌঁছবেন মুখ্যমন্ত্রী। পুরুলিয়া জেলায় প্রায় এক হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেই জানা গিয়েছে। ওইদিন বিকেলেই পুরুলিয়া থেকে হেলিকপ্টারে করে বাঁকুড়া পৌঁছাবেন মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। রাতে বাঁকুড়ায় থাকবেন। পরের দিন অর্থাৎ ২৮ ফেব্রুয়ারি বাঁকুড়ার খাতড়ায় সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন। ২৯ ফেব্রুয়ারি ঝাড়গ্রাম স্টেডিয়ামে সরকারি প্রশাসনিক সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধুমাত্র ঝাড়গ্রাম জেলার জন্যই ৫০০ কোটি টাকারও বেশি টাকার প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাঁকুড়া জেলার জন্য এক হাজার কোটি টাকারও বেশি টাকার প্রকল্পের উদ্বোধন করার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের। তবে এবারের সফরে অলচিকি ভাষায় প্যারা-টিচার নিয়োগেরও বেশ কিছু বার্তা দিতে পারেন সাঁওতালি মাধ্যম স্কুলগুলিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেই মনে করা হচ্ছে।
আরও পড়ুন- একশো দিনের কাজের টাকা মিলতেই জেলায় জেলায় উল্লাস উপভোক্তাদের