একশো দিনের কাজের টাকা মিলতেই জেলায় জেলায় উল্লাস উপভোক্তাদের

Must read

প্রতিবেদন : বাংলায় যতদিন মা-মাটি-মানুষের সরকার রয়েছে, ততদিন মানুষজনকে ভাতে মারতে পারবে না কেন্দ্র। যেমন কথা তেমন কাজ। সোমবার ২৬ ফেব্রুয়ারি থেকে সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১০০ দিনের কাজের (100 days of work) বকেয়া মজুরি পাঠানো শুরু করে দিল রাজ্য। ১ মার্চের মধ্যেই সমস্ত উপভোক্তা প্রাপ্য বকেয়া পেয়ে যাবেন। কেন্দ্রের বঞ্চনা ঘোচাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পাশে দাঁড়িয়েছে সাধারণ খেটে খাওয়া মানুষের। এদিন জেলায় জেলায় শ্রমিকরা দু-বছরের বকেয়া টাকা পেয়ে উল্লাসে ফেটে পড়েন।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডের ধরনা থেকে ঘোষণা করেছিলেন ১০০ দিনের কাজের (100 days of work) টাকা রাজ্য সরকার দিয়ে দেবে। সেইমতো ১০০ দিনের টাকা গরিব শ্রমিকদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করল। জিটিএ-র অন্তর্গত জেলাতেও উপভোক্তারা টাকা পাবেন। রাজ্যের ২২টি জেলায় একশো দিনের কাজের বকেয়া মজুরি প্রদান শুরু হয়েছে। একশো দিনের কাজের মজুরি বাবদ বকেয়া ২ হাজার ৬৫০ কোটি টাকার বেশি অর্থ রিলিজ করা হয়েছে। এর মধ্যে জিটিএ-র প্রাপ্য ১২৯ কোটি ৪২ লক্ষ ৮৯ হাজার ৭২৮ টাকা।

আরও পড়ুন- পুর এলাকায় বাড়ি তৈরির নকশা অনুমোদনের কাজ সহজ করতে রাজ্যের বিশেষ কমিটি

কোচবিহার ২ ব্লকের আমবাড়ির বাসিন্দা শ্যামপ্রসাদ রায় মোবাইলে মেসেজ পেয়েছেন সোমবার দুপুরেই। ২৯৮২ টাকা জমা পড়েছে তাঁর অ্যাকাউন্টে। দীর্ঘ প্রতীক্ষার পরে একশো দিনের কাজের বকেয়া টাকা পেয়ে খুশি পরিবার৷ শ্যামপ্রসাদ রায় বলেন, তিনি দিনমজুর। কেন্দ্র সরকারের বঞ্চনায় প্রাপ্য টাকা তিনি পাচ্ছিলেন না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মানবিক উদ্যোগে সেই টাকা পেলেন। মিঠু রায় নামে অন্য এক গ্রামবাসী বলেন, তিনিও প্রাপ্য টাকা পেয়েছেন। মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ৷

Latest article