সংবাদদাতা, বাঁকুড়া : মুখ্যমন্ত্রী আসছেন বাঁকুড়া শহরে, এই খবরে সাজ-সাজ রব বাঁকুড়ায় (Bankura)। জানা গিয়েছে, ৩১ মে বিকেলে পুরুলিয়া থেকে বাঁকুড়া (Bankura) আসবেন এবং ১ জুন প্রশাসনিক বৈঠক ও সভা করার পর কলকাতায় ফিরে যাবেন মুখ্যমন্ত্রী। শনিবার তারই প্রস্তুতি হিসেবে সভার মাঠ পরিদর্শন করেন বাঁকুড়া সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি দিব্যেন্দু সিংহ মহাপাত্র ও বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি তথা বড়জোড়ার বিধায়ক অলক মুখোপাধ্যায়। গন্ধেশ্বরী নদীর ওপর পলাশতলা মাঠ আপাতত পছন্দ হয়েছে তাঁদের। এই মাঠে মুখ্যমন্ত্রী আগেও সভা করেছেন। মাঠ পরিদর্শনে যান মন্ত্রী তথা রানীবাঁধের বিধায়ক জ্যোৎস্না মান্ডি, তালডাংরার বিধায়ক অরূপ চক্রবর্তী, বাঁকুড়ার পুরপ্রধান অলকা সেন মজুমদার, মহিলা তৃণমূল সভানেত্রী মৌ সেনগুপ্ত প্রমুখ।
আরও পড়ুন: ঝড়ের মধ্যেই ইডেন দেখে গেলেন সৌরভ