ঝড়ের মধ্যেই ইডেন দেখে গেলেন সৌরভ

Must read

প্রতিবেদন : আইপিএলের প্লে-অফের ঠিক দুটো দিন আগেই ধেয়ে এল কালবৈশাখী। সঙ্গে প্রবল বৃষ্টি। ঝড়ের দাপটে কতটা ক্ষতি হল, তা দেখতে শনিবার সন্ধে ছ’টা নাগাদ সটান ইডেনে গার্ডেন্সে (Eden Gardens) ছুটে আসেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। সিএবি কর্তাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করা ছাড়াও বোর্ড প্রেসিডেন্ট খতিয়ে দেখেন গোটা পরিস্থিতি। ঝড়বৃষ্টির পূর্বাভাস থাকায় আগেই ইডেনের মাঠ সম্পূর্ণ ঢেকে রেখেছিলেন সিএসি কর্তারা। তাই কালবৈশাখীর দাপটে মাঠের (Eden Gardens)কিছু অংশের কভার উড়ে গেলেও, বড় ধরনের কোনও ক্ষতি হয়নি। উইকেটও অক্ষত রয়েছে। সৌরভ (Sourav Ganguly) ইডেনের বিভিন্ন অংশ ঘুরে দেখে খুশি। তবে ঝড়ের দাপটে ইডেনের প্রেস বক্সের একটি কাঁচ ভেঙে গিয়েছে।

আরও পড়ুন: ঝড়-বৃষ্টি বিকেলেই মহানগরী অন্ধকারে

সিএবি কর্তাদের দাবি, হাতে এখনও দুটো দিন সময় রয়েছে। তাই প্লে-অফের ম্যাচ নিয়ে কোনও সমস্যা হবে না। তবে সিএবিকে চিন্তায় রাখছে আবহাওয়া দফতরের পূর্বাভাস। রবিবারও ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ম্যাচের দিন বড় ধরনের বৃষ্টি না হলে কোনও সমস্যা হবে না বলেই দাবি করছেন সিএবি কর্তারা। উল্লেখ্য, মঙ্গলবার ইডেনে প্লে-অফের প্রথম ম্যাচে গুজরাট টাইটান্স মুখোমুখি হবে রাজস্থান রয়্যালসের। বুধবার রয়েছে দ্বিতীয় প্লে-অফ ম্যাচ।

এদিকে, শনিবারই কলকাতায় পা রাখল গুজরাট টাইটান্স। দলের সঙ্গে এলেন বাংলার দুই ক্রিকেটার ঋদ্ধিমান সাহা ও মহম্মদ শামিও। তবে ঝড়ের দাপটে নির্ধারিত সময়ে দমদম বিমানবন্দরে নামতে পারেনি ঋদ্ধিদের বিমান। মুম্বই থেকে উড়ে আসা ঋদ্ধিদের বিমান বেশ কিছুটা সময় আকাশে চক্কর দেওয়ার পর আবহাওয়ার উন্নতি হলে বিমানবন্দরে অবতরণের অনুমতি পায়।

Latest article