রিতিশা সরকার, শিলিগুড়ি: বাংলার পর্যটন এবার জায়গা করে নিল বিশ্বের মানচিত্রে। বাংলার পর্যটনের খ্যাতি ও সুনাম ছড়িয়ে পড়েছে গোটা বিশ্ব জুড়ে। বাংলার পর্যটন মন কেড়েছে গোটা বিশ্বের মানুষের। তাই আগামী মার্চে পর্যটন শিরোপার পুরস্কার নিতে বার্লিন (Berlin- Mamata Banerjee) যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার পর্যটনের মধ্যে উল্লেখযোগ্য উত্তরের পর্যটন। ডুয়ার্স থেকে পাহাড় মন কেড়েছে বিদেশি পর্যটকদের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বাংলার পর্যটনের উন্নয়নে উদ্যোগী ভূমিকা পালন করে এসেছেন বরাবর। বুধবার শিলিগুড়িতে উত্তরের বিজয়া সম্মিলনী অনুষ্ঠানের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘পর্যটকদের আকর্ষণের জন্য বিশ্ববাংলা ক্রীড়াঙ্গন থেকে শুরু করে গজলডোবায় ভোরের আলো ও বেঙ্গল সাফারি তৈরি করা হয়েছে।’’ মুখ্যমন্ত্রী (Berlin- Mamata Banerjee) উত্তরবঙ্গের কৃতিত্বের কথা উল্লেখ করে বলেন, ‘‘ট্যুরিজম নেশন ফোরাম পশ্চিমবঙ্গকে ট্যুরিজম ডেস্টিনেশন আওয়ার্ড দিতে চলেছে। মার্চ মাসে আমি নিজে যাব পুরস্কার নিতে। তাই আমি চাই অর্জনের দিক দিয়ে উত্তরবঙ্গ আরও ভালভাবে নিজের পায়ে দাঁড়াক।’’ এরপরেই মুখ্যমন্ত্রী জিডিএফ অফিসার অমিত চাপাকে নির্দেশ দেন, ‘‘অমিতকে বলছি প্রচুর পর্যটক আসছে। দার্জিলিঙে জায়গা রয়েছে। তাই আরও বাড়াক। কালিম্পঙকেও আরও বড় করুক। নকশালবাড়ি, মাটিগাড়া ও জলপাইগুড়ি জেলার অনেক জায়গা রয়েছে।” পর্যটন নিয়ে উত্তরবঙ্গের শিল্পপতিদের ভাবনাকে কাজে লাগাতে চেয়ে বৃহৎ আকারে কনফারেন্স করার কথাও বলেন তিনি। অন্যদিকে গত দু’বছর করোনা আবহে মন্দা গিয়েছে পর্যটন শিল্পে। চলতি বছরে পর্যটনের গুরুত্ব বাড়ায় কর্মসংস্থানের সুযোগ হয়েছে নতুন করে। সাফল্যের মুখ দেখেছেন গাড়িচালক থেকে শুরু করে পর্যটনের সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা। উত্তরের পর্যটন নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্যের পরেই হিমালয়ান হসপিটালিটি ও ট্যুরিজম ডেভেলপমেন্ট নেটওয়ার্কের পক্ষ থেকে সম্রাট বলেন, ‘‘মুখ্যমন্ত্রীর বক্তব্যে আমরা উচ্ছ্বসিত। প্রথম থেকেই উত্তরের পর্যটন মুখ্যমন্ত্রীর ফোকাসে ছিল। কিন্তু করোনার পরে যে আবার তিনি গুরুত্ব দিয়েছেন তাতে আমরা খুব খুশি। বাগডোগরা বিমানবন্দরে ফুয়েলের সেস কর মুকুব করেছেন মুখ্যমন্ত্রী। তারপরেও এখানে বিমানের ভাড়া এত বেশি কেন সেই বিষয়টি দেখার প্রয়োজন রয়েছে।” পুজো ও দীপাবলির সময় পর্যটনের ব্যবসা খুব ভাল হয়। কিন্তু হঠাৎ মাঝে ব্যবসা কেন খারাপ হচ্ছে সে বিষয়েও মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার কথা বলেন তিনি।
আরও পড়ুন-বেতন দিতে না পারায় খুদে পড়ুয়াদের চড়া রোদে দাঁড় করিয়ে শাস্তি!