বেতন দিতে না পারায় খুদে পড়ুয়াদের চড়া রোদে দাঁড় করিয়ে শাস্তি!

Must read

প্রতিবেদন : চরম অমানবিক ঘটনা বিজেপি-শাসিত উত্তরপ্রদেশে। সময় মতো সেপ্টেম্বর মাসের স্কুলের বেতন দিতে না পারায় বেশ ক’জন খুদে পড়ুয়াকে চড়া রোদের মধ্যে সারাদিন বাইরে দাঁড় করিয়ে রাখা হল। এমনকী, তাদের ষাণ্মাসিক পরীক্ষাতেও বসতে দেওয়া হল না। উত্তরপ্রদেশের (Uttar Pradesh- School Fees) উন্নাও জেলার একটি বেসরকারি প্রাথমিক স্কুলে এই ঘটনা ঘটেছে। খুদে পড়ুয়াদের চড়া রোদে দাঁড় করিয়ে রাখার একটি ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ওই ভিডিও সামনে আসার পর যোগী সরকারের নিন্দায় সরব হয়েছেন নেটিজেনরা।

আরও পড়ুন-হিমাচলে টিকিট বণ্টন নিয়ে তীব্র দ্বন্দ্ব বিজেপির প্রাক্তন ও বর্তমান মুখ্যমন্ত্রীর

জানা গিয়েছে, সারাদিন রোদে দাঁড়িয়ে ওই পড়ুয়ারা কেউ প্রথম শ্রেণির, কেউ-বা দ্বিতীয় শ্রেণির পড়ুয়া। কেউ-বা হয়তো তৃতীয় শ্রেণির। উন্নাও জেলার (Uttar Pradesh- School Fees) বাল বিদ্যামন্দির নামে ওই বেসরকারি প্রাথমিক স্কুলে বেতন দিতে না পারার কারণে এভাবেই খুদেদের শাস্তি দেওয়া হয়েছে। ভাইরাল হওয়া ৩০ সেকেন্ডের ভিডিওতে দেখা গিয়েছে, তীব্র রোদের মধ্যে বাইরে দাঁড়িয়ে কান্নাকাটি করছে কিছু ছাত্র-ছাত্রী। এক ছাত্রী কাঁদতে কাঁদতে জানায়, তার বাবা সময়মতো স্কুলের ফি জমা দিতে পারেনি। তাই শিক্ষক-শিক্ষিকারা সারাদিন বাইরে রোদের মধ্যে দাঁড় করিয়ে রেখেছেন। ওই ছাত্রী আরও জানিয়েছে, ঘটনার দিনই তার বাবা স্কুলে এসে বেতন মিটিয়ে দেবেন বলেছিলেন। কিন্তু বাবা আসার আগেই স্কুল কর্তৃপক্ষ তাকে বাইরে দাঁড় করিয়ে রেখে শাস্তি দিয়েছে।

এক নেটিজেন প্রশ্ন করেছেন, আর কবে আমরা বিনামূল্যে স্কুল এবং হাসপাতালে পরিষেবা পাওয়ার বিষয়ে কথা বলব? বেতন দিতে না পারায় যেভাবে শিশুদের শাস্তি দেওয়া হয়েছে তা সভ্য সমাজের পক্ষে কলঙ্কজনক ঘটনা। নেটিজেনরা সকলেই শিশুদের প্রতি এমন অমানবিক আচরণের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। অনেকেই বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী যোগীর হস্তক্ষেপ চেয়েছেন। তাঁরা অনুরোধ করেছেন, শিশুদের কথা মুখ্যমন্ত্রী যেন একবার ভাবেন। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত স্কুলের কোনও প্রতিক্রিয়া মেলেনি।

Latest article