সংবাদদাতা, ঝাড়গ্রাম : মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee) জেলা সফরকে কেন্দ্র করে জেলার বিভিন্ন স্তরের কর্মীদের মধ্যে তৎপরতা শুরু হয়েছে। জলসম্পদ ও ক্রেতাসুরক্ষা মন্ত্রী মানস ভুঁইয়া (Manas Bhunia) জেলা জুড়ে পরপর কয়েকটি কর্মী সম্মেলন করে গেলেন। ১৯ মে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) ঝাড়গ্রাম স্টেডিয়ামে সভা করার কথা। সেখানে বুথস্তর থেকে বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত থাকবেন। সভাকে সর্বাঙ্গীণভাবে সফল করতে দলের কর্মী ও নেতারা তোড়জোড় শুরু করেছেন। জেলা নেতাদের মধ্যে জেলা সভাপতি দেবনাথ হাঁসদা, মন্ত্রী তথা মহিলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি বীরবাহা হাঁসদা, গোপীবল্লভপুরের বিধায়ক ডাঃ খগেন্দ্রনাথ মাহাতো-সহ নেতা-কর্মীরা এলাকায় এলাকায় সভা সফল করার আহ্বান জানিয়ে প্রস্তুতিসভা করেছেন। করছেন মিছিল। জননেত্রীর জনসভা সফল করে তুলতে শনিবার সাঁকরাইল ব্লক তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের কুলটিকরি এলাকায় মিছিল হয়। ওই মিছিলে ছিলেন বিধায়ক খগেন্দ্রনাথ মাহাতো, কমলকান্ত রাউত, সুমিত দাস প্রমুখ।
আরও পড়ুন: বাড়ি ভাঙার নিদান দিল মেট্রো