দলীয় কর্মীদের রাজনৈতিক পাঠ

Must read

সংবাদদাতা, হাওড়া : ‘‘কেন্দ্রের বিজেপি সরকার প্রতি পদে পদেই সংবিধানের অবমাননা করছে। তার সঙ্গে এই রাজ্যের রাজ্যপালও সংবিধান মেনে চলছেন না। রাজ্যপালের যে ভূমিকা থাকা উচিত তা এই রাজ্যের রাজ্যপালের আচরণে প্রকাশ পাচ্ছে না।’’ শনিবার তৃণমূলের হাওড়া জেলা কার্যালয়ে আয়োজিত ছাত্র-যুবদের প্রশিক্ষণ শিবিরে এসে একথা বলেন সাংসদ সুখেন্দুশেখর রায়। তিনি রাষ্ট্রদ্রোহিতা আইন থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে কীভাবে কেন্দ্রের বিজেপি সরকার একের পর এক সংবিধান লঙ্ঘন করে চলেছে তা উপস্থিত দলীয় কর্মীদের সামনে যুক্তি দিয়ে বুঝিয়ে দেন। সেই সঙ্গে কীভাবে দেশের অর্থনীতি ক্রমশ খারাপ হচ্ছে তাও বুঝিয়ে বলেন তিনি। এদিনের প্রশিক্ষণ শিবিরে টিএমসিপি (TMCP) ও যুব তৃণমূলের প্রায় ২৫০ জন হাজির ছিলেন। মানুষের কাছে বিজেপির বিরুদ্ধে কী কী তথ্য তুলে ধরতে হবে তারও ব্যাখ্যা দেন সাংসদ। কীভাবে বিভিন্ন সভা-সমাবেশে বক্তব্য পেশ করতে হবে তা পুঙ্খানুখভাবে ছাত্র-যুবদের সামনে তুলে ধরেন সাংসদ সুখেন্দুশেখর রায়। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমবায়মন্ত্রী অরূপ রায়, তৃণমূলের হাওড়া সদরের সভাপতি ও বিধায়ক কল্যাণ ঘোষ, বিধায়ক গৌতম চৌধুরি, হাওড়া জেলা(সদর) তৃণমূলের প্রাক্তন সভাপতি ভাস্কর ভট্টাচার্য সহ আরও অনেকে। সমবায়মন্ত্রী অরূপ রায়ের পরিকল্পনায় হাওড়া সদর তৃণমূলের উদ্যোগে ছাত্র-যুবদের বিভিন্ন জনসভায় কিংবা আলোচনাচক্র বা বিতর্কসভায় বক্তব্য পেশ করার জন্য প্রশিক্ষণ শিবির শুরু হয়েছে। যা জেলার টিএমসিপি (TMCP) ও যুব তৃণমূলের কর্মীদের কাছে ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে।

আরও পড়ুন: জল পরীক্ষায় বাংলা দেশে প্রথম

Latest article