সংবাদদাতা, ঝাড়গ্রাম : বীরসা জন্মজয়ন্তী পালনের জন্য মুখ্যমন্ত্রীর ঝাড়গ্রাম (Jhargram- Mamata Banerjee) সফর ঘিরে মুণ্ডা সমাজের মধ্যেও খুশির হাওয়া। ভারত মুণ্ডা সমাজের কেন্দ্রীয় কমিটির সদস্য রামজীবন সিং সহ মুণ্ডা সমাজের লোকজন মুখ্যমন্ত্রীকে স্বাগত জানিয়েছেন। মঙ্গলবার বীরসা মুণ্ডার জন্মজয়ন্তী পালনের অনুষ্ঠানের উদ্বোধন করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Jhargram- Mamata Banerjee) বেলপাহাড়িতে আসছেন। বেলপাহাড়ির সাহাড়ি লাগোয়া কুচলাপাহাড়ির ফুটবল ময়দানে হবে অনুষ্ঠান। মুখ্যমন্ত্রীর সভাস্থলের মঞ্চ, প্যান্ডেল তৈরি করার জোর তৎপরতা চলছে। পঞ্চায়েত নির্বাচনের আগে রাজনৈতিক মহল মুখিয়ে আছে রাজ্যের কর্ণধারের এবারের জঙ্গলমহল সফর নিয়ে। এদিকে জানা গেছে, মুখ্যমন্ত্রীর সভা থেকে আদিবাসী শিল্পীদের সংবর্ধনা দেওয়া, ধামসা মাদল দেওয়া ছাড়াও, জঙ্গলরক্ষা কমিটির উপভোক্তাদের লভ্যাংশ তুলে দেওয়া হবে। দলীয় নেতা-কর্মীদের অনেকে এদিনও মুখ্যমন্ত্রীর বেলপাহাড়ির সভাস্থল ঘুরে আসেন। এদিকে মুণ্ডাদের সংগঠন ভারত মুণ্ডা সমাজের নেতা রামজীবন সিং বলেন, আদিবাসী সমাজের সমস্ত শ্রেণির মানুষজন মুখ্যমন্ত্রীর সভায় উপস্থিত থাকবেন। ভগবান বীরসা আমাদের প্রেরণা। তিনি প্রথম আমাদের শিখিয়েছেন, ‘আবুয়া দিশুম আবুয়া রাজ’! অর্থাৎ আমাদের দেশ, আমাদের রাজত্ব বা অধিকার। শুধু ব্রিটিশরাজের বিরুদ্ধে লড়াই নয়! সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াইয়ে জল জমি অরণ্যের অধিকারের প্রেরণা বীরসা মুণ্ডা। তাঁর জন্মজয়ন্তী পালন করতে মুখ্যমন্ত্রী আসছেন সেই অনুষ্ঠানে আমরা সবাই থাকব। থাকছে আদিবাসী নৃত্যশিল্পীদের দল, লোকসংস্কৃতির অনুষ্ঠান। এদিকে রামজীবনবাবু বলেন, আমাদের মুণ্ডারী ভাষাকে সংবিধানের অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত করা, রাজ্যের সাধু রামচাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয় ও বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে মুণ্ডারী ভাষা শিক্ষার পৃথক বিভাগ খোলার দাবিসহ কয়েকটি দাবি আমরা জেলা প্রশাসনের মাধ্যমে মুখ্যমন্ত্রীকে জানিয়েছি।
আরও পড়ুন-তমলুক সমবায় ভোটে লজ্জার হার বিজেপির, পর্যুদস্ত বিরোধী