সর্বধর্ম সমন্বয়ের বার্তা পৌঁছে দিলেন বনমন্ত্রী

Must read

সংবাদদাতা, দেগঙ্গা : রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রীর হাত ধরে হিন্দুদের তীর্থস্থানের অভূতপূর্ণ উন্নয়ন ঘটেছে। আগের বাম সরকারের আমলে রাজ্যের এইসব নামজাদা তীর্থস্থান ছিল ভগ্নদশায়। শনিবার সন্ধ্যায় দেগঙ্গায় চাকলার লোকনাথ মন্দিরে কার্তিকের সন্ধ্যায় প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠানে এসে ভক্তদের শান্তির বার্তা দিয়ে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick) এ কথা জানিয়ে বলেন, ‘মা মাটি মানুষের সরকার প্রতিষ্ঠার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে দক্ষিণেশ্বর থেকে শুরু করে তারাপীঠ, আদ্যাপীঠ, কালীঘাট, কামাক্ষা মন্দির, কচুয়া ও চাকলার লোকনাথ মন্দিরের ব্যাপক উন্নয়ন হয়েছে। চাকলা, কচুয়ায় লোকনাথ মন্দিরে নতুন করে উন্নয়নের কাজ চলছে। ইতিমধ্যে এই দুই জায়গায় বড় ওভারগেটের কাজ প্রায় শেষ পর্যায়ে। ভক্তদের রাতে থাকার জন্য ভক্ত নিবাসের কাজ চলছে দ্রুতগতিতে। মন্দির চত্বরে শেড ও ভিতরে পর্যাপ্ত আলোর ব্যবস্থা হয়েছে। আসলে মুখ্যমন্ত্রীর স্বপ্ন এই তীর্থস্থানগুলিকে মডেল রূপ দেওয়ার। পুরো কাজ হয়ে গেলে মুখ্যমন্ত্রী এখানে আসবেন। শুধু হিন্দুদের তীর্থস্থান নয়, পাশাপাশি মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈনদের ধর্মস্থানগুলোও মুখ্যমন্ত্রীর হাত ধরে সেজে উঠছে। কারণ নেত্রী শিখিয়েছেন নিজের ধর্মের প্রতি যেমন, তেমনই অন্য ধর্মের প্রতি একই শ্রদ্ধা-ভক্তি রাখতে হবে।’

আরও পড়ুন-মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে তৈরি মুণ্ডা সমাজ

Latest article