৯-০ সমবায় কৃষি উন্নয়ন সমিতি তৃণমূলের

বসিরহাট কোদালিয়া পঞ্চায়েত

Must read

সংবাদদাতা, বসিরহাট : জয়ের ধারাকে অব্যাহত রেখেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে তৃণমূল নয়-শূন্য আসনে জিতল। খবর প্রকাশ্যে আসতেই টাকি রোডে তৃণমূলের বিজয় উৎসব শুরু হল। পঞ্চায়েত নির্বাচনের আগে এই জয় শাসকদলের শক্তি ও মনোবল আরও বাড়াবে বলেই দাবি রাজনৈতিক মহলের। বসিরহাটের (Basirhat-TMC) এক নম্বর ব্লকের নিমদরিয়া কোদালিয়া গ্রাম পঞ্চায়েতের কৃষি উন্নয়ন সমিতির সমবায় নির্বাচন হয়। বিরোধীরা প্রার্থী দিতে না পারায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল (Basirhat-TMC) জয় পেল। এদিন বিরোধীরা কেউ মনোনয়ন পত্র জমা দিতে আসেনি। তাতে নটি আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল কংগ্রেস নিজেদের দখলে রাখল। ২০১৭-য় এই সমবায় উন্নয়ন সমিতিতে আসন ছিল ছটি। সেই সময়ও বিনা লড়াইয়ে জিতেছিল তৃণমূল। সেই জয়ের ধারা অব্যাহত রেখে এবারে আসন বেড়ে দাঁড়ায় নটি। এদিন মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ছিল। বিরোধীরা প্রার্থী খুঁজে না পেয়ে নমিনেশন জমা দিতে আসেনি। উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সদস্য শাহানুর মণ্ডল, গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সাহারব মণ্ডল, তৃণমূলের অঞ্চল সভাপতি আব্দুল হামিদ গাজি-সহ তৃণমূল নেতৃত্ব জানান, যেভাবে চারিদিকে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে উন্নয়ন হচ্ছে। তাতেই বিরোধীরা হেরে যাওয়ার ভয়ে কেউ নমিনেশন তুলতে আসেনি, জমা দিতে আসেনি।

আরও পড়ুন-তমলুক সমবায় ভোটে লজ্জার হার বিজেপির, পর্যুদস্ত বিরোধী

Latest article