আজ ঝাড়গ্রামে মুখ্যমন্ত্রী

Must read

সংবাদদাতা, ঝাড়গ্রাম : ঝাড়গ্রাম জেলা সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Jhargram- Mamata Banerjee)। তাই ইতিমধ্যেই প্রশাসনিক আধিকারিকদের ছুটি বাতিল করা হয়েছে। ২৯ ফেব্রুয়ারি ঝাড়গ্রাম স্টেডিয়ামে জনসভায় যোগ দেওয়ার কথা। একইসঙ্গে মুখ্যমন্ত্রী বহু প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসও করবেন বলে জানা গিয়েছে। বুধবার দুপুরে হেলিকপ্টারে ওঁর ঝাড়গ্রামে (Jhargram- Mamata Banerjee) পা রাখার কথা। রাতে থাকবেন ঝাড়গ্রাম রাজবাড়ি টুরিস্ট কমপ্লেক্সে। বৃহস্পতিবার স্টেডিয়ামে প্রশাসনিক সভা। ওঁর আগমন উপলক্ষে শহরকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। লাগানো হয়েছে সিসি টিভি ক্যামেরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী মোট ৯৫টি প্রকল্পের উদ্বোধন করবেন। ২০০ কোটি টাকার বেশি খরচ করে সেগুলি রূপায়ণ করা হয়েছে। জেলার আটটি ব্লক ছাড়াও ঝাড়গ্রাম পুরসভার বেশকিছু প্রকল্পের উদ্বোধন করা হবে। আছে একাধিক রাস্তা, জলপ্রকল্প, সুস্বাস্থ্য কেন্দ্র ইত্যাদি। ১৩৯টি প্রকল্পের শিলান্যাসও করবেন। তাতে ২০০ কোটি টাকার বেশি খরচ হবে।

আরও পড়ুন- রাজ্যসভায় লজ্জার হার মনু সিংভির

Latest article