জিটিএ সদস্যদের শপথ ১২ জুলাই,  মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুতি

Must read

রিতিশা সরকার, শিলিগুড়ি: দীর্ঘ ১০ বছর বাদে নির্বাচনের পরে পূর্ণাঙ্গ বোর্ড গঠিত হতে চলেছে গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন বা জিটিএ-র। সদস্যদের শপথবাক্য পাঠের অনুষ্ঠানকে সামনে রেখে সাজ-সাজ রব গোটা পাহাড়ে। ১২ জুলাই দার্জিলিং ম্যালে একসঙ্গে ৪৫ জন জিটিএ সদস্য শপথ নেবেন। সেদিন জলপাইগুড়ি ডিভিশনাল কমিশনার অজিতরঞ্জন বর্ধন শপথবাক্য পাঠ করাবেন। সরকারিভাবে এমনই বিজ্ঞপ্তি জারি হয়েছে। শপথগ্রহণ অনুষ্ঠানে থাকছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। ১১ জুলাই উনি বাগডোগরা বিমানবন্দরে নেমে পাহাড়ে পৌঁছবেন। ওঁকে স্বাগত জানাতে বিশেষভাবে উদ্যোগ নিচ্ছেন ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার সভাপতি অনিত থাপা। অনিত বলেন, মুখ্যমন্ত্রী যতবারই পাহাড়ে এসেছেন, আমরা তাঁকে স্বাগত জানিয়েছি। এবারে বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee) যেহেতু দিনের বেলায় আসবেন, তাই যত বেশি পরিমাণে সম্ভব দলের কর্মীকে উপস্থিত থাকতে আবেদন জানিয়েছি। পাহাড়ে উঠতে রোহিণী মোড় থেকে মুখ্যমন্ত্রীর ছবি দিয়ে স্বাগতম জানিয়ে দার্জিলিং পর্যন্ত প্রচুর পোস্টার ও হোর্ডিং থাকবে। এছাড়াও বিভিন্ন জনজাতির মানুষ তাঁদের ঐতিহ্য পোশাকে গানের মাধ্যমে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাবেন। তবে শপথের অনুষ্ঠান সমস্তটা প্রশাসন দেখছে। জিটিএর চিফ এক্সিকিউটিভ পদের শপথগ্রহণ সূচি এখনও চূড়ান্ত হয়নি। মুখ্যমন্ত্রী কলকাতায় ফিরলে অনীত থাপারা ১৫ জুলাই চিফ এক্সিকিউটিভ অফিসার নিয়োগের চিঠি দেবে সরকারকে। তারপরেই তারিখ চূড়ান্ত হবে। ১৩ জুলাই পাহাড়ের আদিকবি ভানুভক্তের জন্মদিন। তাঁর জন্মজয়ন্তী অনুষ্ঠানেও থাকতে পারেন মুখ্যমন্ত্রী। ১৪ তারিখ তপাহাড় থেকে নেমে কলকাতায় ফেরার কথা তাঁর।

আরও পড়ুন: ৯১ বছরে লিখছেন দেওয়াল, যাবেন ধর্মতলার সমাবেশে

Latest article