নাইরোবি ফ্লাই: অসুস্থ শিশু

Must read

সংবাদদাতা, রায়গঞ্জ ও কোচবিহার: বাড়ছে নাইরোবি ফ্লাইয়ের (Nairobi Fly) আতঙ্ক উত্তরবঙ্গের বিভিন্ন অঞ্চলে। এবারে ওই কীটের সংস্পর্শে এসে অসুস্থ রায়গঞ্জের দশ মাসের এক শিশু। শনিবার টেনোহরি গ্রামের প্রদীপ দাসের দশ মাসের শিশুকন্যার পেটে কোনওভাবে পোকার শরীরের রস লেগে যায়। জ্বালা করায় শিশুর চিৎকার শুনে মা এসে পোকাটিকে ধরে শিশুকন্যা-সহ চলে যান রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে। প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় শিশুটিকে। পোকাটিকে দেখে সেটিকে নাইরোবি ফ্লাই বলে চিহ্নিত করেছেন কর্তব্যরত চিকিৎসক।
অ্যাসিড পোকার (Nairobi Fly) আতঙ্ক ছড়িয়েছে কোচবিহার পুরসভার আট নম্বর ওয়ার্ডের ধর্মতলা এলাকায়। শনিবার দুপুরে এক মহিলা বাগান পরিচর্যা করতে গিয়ে বাড়ির ছাদের বাগানে এই পোকা দেখতে পান। ইতিমধ্যেই শিলিগুড়িতে এই পোকার দ্বারা আক্রান্ত হয়েছেন বহু মানুষ। পতঙ্গবিদরা জানিয়েছেন, নাইরোবি ফ্লাই নাম হলেও উত্তরবঙ্গে এটি সাধারণ পতঙ্গ। এবারে অতিবৃষ্টির কারণে লোকালয়ে একটু বেশি চলে এসেছে। এই পতঙ্গকে নির্বিচারে মেরে ফেলা ঠিক নয়, কারণ এরা খেতে বহু ক্ষতিকর পোকাকে খেয়ে শস্য বাঁচায়। তাছাড়া এর শরীর থেকে যে রস বেরোয় তা ক্যান্সার রোগের ওষুধ তৈরিতে কাজে লাগে। এই পোকা গায়ে বসলে না মেরে উড়িয়ে দিলে ভাল। কারণ পিষে গেলেই ওর শরীরের বিষাক্ত রস গায়ে লেগে সমস্যা হয়। রাতে মশারি টাঙিয়ে শুতে বলছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন: জিটিএ সদস্যদের শপথ ১২ জুলাই,  মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুতি

Latest article