প্রতিবেদন : আজ মঙ্গলবার দু’দিনের সুন্দরবন সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee- Sundarban)। হাওড়ার ডুমুরজলা হেলিপ্যাড থেকে হেলিকপ্টারে তিনি সরাসরি পৌঁছবেন সামশেরনগরে। সেখানে প্রতিমা ব্যানার্জি ক্রীড়া ময়দানে প্রশাসনিক জনসভা করার কথা রয়েছে তাঁর। এই সভাতেই উপভোক্তাদের হাতে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সুযোগ-সুবিধা তুলে দেবেন মুখ্যমন্ত্রী। এরপর কাছেই বনবিবির মন্দিরে পুজো দেবেন তিনি। রাতে থাকবেন টাকিতেই। এই সফরে সুন্দরবন জেলা নিয়ে বিশেষ ঘোষণা হতে পারে। নদিয়া সফরে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee- Sundarban) ঘোষণা করেছিলেন বসিরহাট ও সুন্দরবন আলাদা জেলা হবে। দক্ষিণ ২৪ পরগনার ১৯টা ব্লক রয়েছে সুন্দরবনে। এরমধ্যে দক্ষিণ ২৪ পরগনার ১৩টি ব্লক নিয়ে সুন্দরবন জেলা হওয়ার কথা। বাকি ৬টি ব্লক বসিরহাট জেলার মধ্যে থাকবে। সুন্দরবন নিয়ে মাস্টার প্ল্যানও তৈরি। ফলে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ঝড়-ঝঞ্ঝা থেকে আগামী দিনে সুন্দরবনবাসীকে রক্ষা করার জন্য সবদিক থেকে আটঘাট বেঁধেই নামছে রাজ্য সরকার।
আরও পড়ুন-জাতীয় রোল প্লেতে বাণীভবনের পড়ুয়ারা