সংবাদদাতা, ঝাড়গ্রাম : নির্বাচনী জনসভা করতে আজ ঝাড়গ্রাম আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর সভা ঘিরে চলছে শেষ মুহূর্তের জোরদার প্রস্তুতি। ষষ্ঠ দফায় রয়েছে ঝাড়গ্রামের ভোট। গত লোকসভা নির্বাচনে এই আসনে বিজেপি জয়ী হওয়ার পর এবার আর ময়দান ছাড়তে রাজি নয় তৃণমূল। ঝাড়গ্রামের তৃণমূল প্রার্থী কালীপদ সরেনের সমর্থনে গোপীবল্লভপুরের গজাশিমুল মাঠে জনসভা করবেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। তার জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোরকদমে। মাঠের পাশেই অস্থায়ী হেলিপ্যাড তৈরি হয়েছে। সভামঞ্চের কাজও শেষ। বৃহস্পতিবার মাঠে হেলিকপ্টার মহড়া হয়। মুখ্যমন্ত্রীর জনসভায় বিপুল জনসমাগম নিয়ে পুলিশ প্রশাসনের তরফে কড়া নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি বাড়িতে নজরদারির ব্যবস্থা করা হয়েছে। তৃণমূল কর্মীদের দাবি, কাতারে কাতারে মানুষ সভায় যোগ দেবেন। বৃহস্পতিবার সভাস্থলের পাশেই জেলা তৃণমূল নেতৃত্বদের নিয়ে একটি বৈঠক হয়। উপস্থিত ছিলেন গোপীবল্লভপুরের বিধায়ক ডাঃ খগেন্দ্রনাথ মাহাত-সহ ব্লক ও অঞ্চল নেতৃত্ব। তৃণমূলের দাবি, আজ মুখ্যমন্ত্রীর সভায় ২০ থেকে ৩০ হাজার মানুষ যোগ দেবেন। বিধায়ক ডাঃ খগেন্দ্রনাথ মাহাত বলেন, দিদি এই জেলায় প্রচুর উন্নয়ন করেছেন, দিদির কথা শুনতে অধীর আগ্রহে আছেন জঙ্গলমহলের মানুষ। তীব্র তাপদাহের মধ্যেও জনতার ঢেউ উপচে পড়বে। সভাস্থলের সব কাজ নিজে খতিয়ে দেখছি। সব মিলিয়ে ভোটপ্রচারে এসে মুখ্যমন্ত্রী কী বলেন সেদিকেই তাকিয়ে আছেন গোটা ঝাড়গ্রামের মানুষ।
আরও পড়ুন- শীর্ষ আদালতে জোরালো ধাক্কা খেল বিজেপি, ধোপেই টিকল না কেজরির জামিন বাতিলের আবেদন