সংবাদদাতা, মহিষাদল : আজ, বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের মহিষাদলে নির্বাচনী জনসভা করতে আসছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দুপুর বারোটার সময় প্রবল তাপপ্রবাহের পূর্বাভাসের মধ্যেও মুখ্যমন্ত্রীর সভায় জনপ্লাবন ঘটাতে চ্যালেঞ্জ নিয়েছে তৃণমূল। কারণ ১৮ বছর পর মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) স্বাধীনতার ইতিহাস বিজড়িত ঐতিহ্যমণ্ডিত মহিষাদলে আসছেন। এই প্রথমবার তিনি মহিষাদল রাজ ময়দানে সভা করবেন তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের সমর্থনে। কিছুদিন আগেই পূর্ব মেদিনীপুরের নিমতৌড়িতে প্রশাসনিক সভা করে যান মুখ্যমন্ত্রী। কিন্তু মহিষাদলের এই সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। কারণ প্রায় ২৪ ঘন্টা আগে ২০১৬ সালের এসএসসি প্যানেল বাতিল করেছে আদালত। তাদের মধ্যে পূর্ব মেদিনীপুর জেলার প্রায় ২৪০০ শিক্ষক ও অশিক্ষক কর্মী আছেন। তাঁরা সকলেই তাকিয়ে আছেন মুখ্যমন্ত্রী কী বলেন সেদিকে। তাছাড়া তমলুকের এই আসনে তৃণমূলের দেবাংশু ভট্টাচার্যের বিরুদ্ধে বিজেপি প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি থাকাকালীন এই জেলার ১৪০ শিক্ষক এবং ৪০৬ অশিক্ষক কর্মীর চাকরি বাতিলের রায় দিয়েছিলেন। এই পরিস্থিতিতে তমলুকের মাটিতে দাঁড়িয়ে সেই অভিজিতের বিরুদ্ধে তৃণমূল নেত্রী কী বলেন, সেদিকেই তাকিয়ে চাকরিহারা মানুষ ও তাঁদের পরিবার। ইতিমধ্যেই পূর্ব মেদিনীপুর-সহ দক্ষিণবঙ্গের ৬ জেলায় চরম তাপপ্রবাহের জন্য রেড অ্যালার্ট জারি করেছে আবহাওয়া দফতর। তাই তীব্র গরমের মোকাবিলায় সভার জন্য বেশ কিছু উদ্যোগ নেওয়া হচ্ছে। ইতিমধ্যেই মহিষাদলের রাজ ময়দানে বিশাল হ্যাঙ্গার লাগানোর কাজ শেষের পথে। পাশাপাশি থাকছে ১৫ হাজার হাতপাখা, ৪০ হাজার টুপি ও ৫০ হাজার জলের পাউচ। এছাড়াও হঠাৎ কেউ অসুস্থ হয়ে পড়লে, তার জন্য থাকছে ইমারজেন্সি মেডিকেল ক্যাম্প ও শতাধিক স্বাস্থ্যকর্মী। তৃণমূল সূত্রে প্রকাশ, এই সভায় পঞ্চাশ হাজার জমায়েতের লক্ষমাত্রা রাখা হয়েছে। তার মধ্যে হ্যাঙ্গারে ২৫ থেকে ৩০ হাজার মানুষ বসতে পারবেন। এছাড়াও চট টাঙিয়ে দেওয়া হবে ছায়ার জন্য। তবে এই সভায় মহিলাদের ভিড় বেশি হবে বলেই মনে করছেন মহিষাদলের তৃণমূল বিধায়ক তিলক চক্রবর্তী। কারণ হিসেবে তিনি জানান, মহিষাদল বিধানসভার দুটি ব্লক মিলিয়ে লক্ষ্মীর ভাণ্ডার পান প্রায় ৮০ হাজার মহিলা। সেই মহিলারাই এই সভায় আসার বিষয়ে আগ্রহ প্রকাশ করছেন। সভায় ২৫ জন মহিলা লক্ষ্মী সেজে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাবেন। এছাড়াও মুখ্যমন্ত্রীকে মহিষাদলের বিখ্যাত পিতলের মূর্তি উপহার দেওয়া হতে পারে বলে তৃণমূল সূত্রে প্রকাশ। স্বনির্ভর গোষ্ঠীর মহিলারাও মহিষাদলের বিখ্যাত নকশাবড়ি উপহার দিতে চান তাঁদের প্রিয় ‘দিদি’-কে। এককথায়, মুখ্যমন্ত্রীর এই সভা ঘিরে রীতিমতো সাজ সাজ রব মহিষাদল জুড়ে।
আরও পড়ুন- সুপ্রিম কোর্টে রাজ্য, গণ-আত্মাহুতির হুমকি, কীভাবে চাকরি! ধন্দ শুরু