মুখ্যমন্ত্রীর হাত ধরে উদ্বোধন তারাবিতানের

Must read

সংবাদদাতা, রামপুরহাট : মুখ‍্যমন্ত্রীর হাতে ভার্চুয়াল মোডে পয়লা ফেব্রুয়ারি বোলপুর ডাকবাংলো মাঠ থেকে ঝাঁ-চকচকে আধুনিক পর্যটন ক্ষেত্র (Tarabitan) উদ্বোধনের অপেক্ষায়। রবিবার দেখা গেল রামপুরহাট সেচপল্লিতে বিভিন্ন কর্মীদের মধ‍্যে শেষ মুহূর্তের চরম ব‍্যস্ততা। ২০১৯ সালের জানুয়ারির ৩ তারিখ নিশ্চিন্তপুরের সেচপল্লিতে মনোরম সার্কিট হাউসের উদ্বোধন করেন মুখ‍্যমন্ত্রী। সেখানেই পর্যটন দফতরের উদ‍্যোগে চার কোটি নব্বই লক্ষ আট হাজার চারশো ছিয়াশি টাকা ব‍্যয়-বরাদ্দে এবং তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদের সহযোগিতায় একুশটি কটেজ, সুইমিং পুল, খেলার মাঠ এবং ভ্রমণের জায়গা করা হয়েছে। রবিবার জেনারেটর সংযোগ এবং গোটা তারাবিতানকে (Tarabitan) এলইডি আলো দিয়ে সাজানো হচ্ছে। বীরভূমের বিভিন্ন পর্যটন কেন্দ্রের কথা মাথায় রেখে গড়ে উঠেছে এই কেন্দ্র। গতবছর জুলাই মাসে পর্যটনমন্ত্রী ইন্দ্রনীল সেন নির্মাণের কাজ দেখতে আসেন। টিআরডিএ চেয়ারম্যান আশিস বন্দ‍্যোপাধ‍্যায় জানান, সারা রাজ‍্যের মধ্যে বীরভূম জেলাকে প্রচুর দিয়েছেন মুখ‍্যমন্ত্রী (CM Mamata Banerjee)। এই তারাবিতান পর্যটন মানচিত্রের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ।

আরও পড়ুন-দ্রুত শেষ করতে হবে চা-সুন্দরী

Latest article