কমনওয়েলথ গেমসে সোনা জেরেমির, অভিনন্দন মুখ্যমন্ত্রীর

Must read

রবিবার কমনওয়েলথ গেমসে ভারোত্তোলনে সোনা পেলেন জেরেমি লালরিন্নুঙ্গা (Jeremy Lalrinnunga)। মীরাবাই চানুর পর ভারোত্তোলনে আরও একটি সোনা পেল ভারত। ক্লিন অ্যান্ড জার্ক বিভাগে ১৬০ কেজি তুললেন জেরেমি। তুললেন মোট ৩০০ কেজি। সোনা জয়ের পর জেরেমিকে অভিনন্দন জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)।

টুইটারে মুখ্যমন্ত্রী লিখেছেন, কমনওয়েলথ গেমস ২০২২-এ সোনা জেতার জন্য জেরেমিকে (Jeremy Lalrinnunga) আন্তরিক অভিনন্দন। এত অল্প বয়সে এই বিশাল কৃতিত্ব অর্জনের জন্য সকলে আপনার জন্য গর্বিত। আপনি আরও এই ধরনের সাফল্যের সঙ্গে এগিয়ে যান। আপনার ভবিষ্যতের জন্য সব খুব ভাল!”

 

কমনওয়েলথ গেমসের নতুন রেকর্ড ভারতীয় জেরেমি লালরিন্নুঙ্গার হাত ধরে। কনুইয়ে চোট লাগলেও তাতে দমে যাননি জেরেমি। সেই চোটকে উপেক্ষা করে সোনা জয় জেরেমির।

চার বছর আগে যুব অলিম্পিক্সে সোনা জিতেছিলেন জেরেমি। সোনা জিতেছিলেন কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপেও। এবার সোনা এল কমনওয়েলথ গেমসেও। স্ন্যাচিংয়ে তাঁর বিভাগে রেকর্ড গড়লেন জেরেমি। ১৪০ কিলো তোলেন তিনি। কমনওয়েলথ গেমসে ৬৭ কিলো বিভাগে যা রেকর্ড।

Latest article