বৃষ্টিতে বিপর্যস্ত জয়গাঁ, পথ মেরামতি প্রশাসনের

Must read

সংবাদদাতা, আলিপুরদুয়ার : প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত ভারত-ভুটান সীমান্তের শহর জয়ঁগা (Jaigaon)। এলাকায় লাগাতার বৃষ্টি এবং প্রতিবেশী দেশ ভুটান পাহাড় থেকে নেমে আসা প্রবল জলের স্রোতের সঙ্গে পাহাড় থেকে নেমে আসা কাদামাটি জয়ঁগা বাস স্ট্যান্ড এলাকায় ভুটানগামী রাস্তায় জমা হয়েছে। বর্তমানে ওই রাস্তা দিয়ে কাদাজল বইছে। যাতায়াতের প্রধান রাস্তা প্রায় একহাঁটু কাদামাটিতে পরিপূর্ণ। এমন অবস্থায় এই রাস্তা দিয়ে চলাচল করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। গাড়ির চাকা কাদামাটিতে আটকে যাচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে পে-লোডার দিয়ে রাস্তা থেকে কাদামাটি সরানোর কাজ চলছে। ৫০০ মিটার রাস্তা কাদামাটিতে ভরে গিয়েছে। এই জয়গাঁ (Jaigaon) উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মা বলেন, ‘দ্রুত সমস্যার সমাধান হবে। রাস্তার জমাজল সরানোর কাজ চলছে।’

আরও পড়ুন: ১০ কোটি টাকার ডিল ঝাড়খণ্ডে সরকার ফেলতে, টোকেন মানি ছিল কংগ্রেস বিধায়কদের সঙ্গে! আক্রমণ তৃণমূলের

Latest article