আসানসোল পুরনিগমে বিরোধী-সহ সবাইকে নিয়ে সিদ্ধান্ত

উন্নয়নে গুরুত্ব রাস্তা ও পানীয় জলে

Must read

সংবাদদাতা, আসানসোল : আসানসোলের ১০৬টি ওয়ার্ডের আগামী পাঁচ বছরের উন্নয়নের পূর্ণাঙ্গ রূপরেখা তৈরি হল শনিবার পুরনিগমের (Asansol Municipal Corporation) ‘মুখোমুখি’ সভাঘরে আয়োজিত জুলাই মাসের পূর্ণাঙ্গ বৈঠকে। পুর নির্বাচনের প্রচারে যে প্রতিশ্রুতিগুলি দেওয়া হয়েছিল এলাকার মানুষকে, সেগুলিকেই প্রাথমিক অগ্রাধিকারের ভিত্তিতে শুরু করার প্রস্তাব দেওয়া হয় এই বৈঠকে। বৈঠকে যোগ দিয়েছিলেন মেয়র বিধান উপাধ্যায়, দুই ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক ও ওয়াশিমূল হক-সব প্রায় সব পুর প্রতিনিধি। পৌরোহিত্য করেন নিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়। মেয়র বিধান উপাধ্যায় বলেন, ‘পুরনিগমের (Asansol Municipal Corporation) ১০৬ জন নির্বাচিত প্রতিনিধি নিজের নিজের ওয়ার্ডের জন্য যে কাজগুলির তালিকা দিয়েছেন, সেগুলির জন্য দরপত্র ডাকা হয়েছিল। প্রায় সব ক’টি কাজের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।’ ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক জানান, ‘শহরের প্রতিটি ওয়ার্ডের রাস্তাঘাট এবং পানীয় জলের ব্যবস্থাকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে। সে-ক্ষেত্রে কে কোন দল থেকে নির্বাচিত হয়েছেন, এই বিষয়টা একেবারেই গুরুত্বহীন।’ রাজ্যের দ্বিতীয় বৃহত্তম এই পুর নিগমের সার্বিক উন্নয়নই একমাত্র লক্ষ্য বলে জানান তিনি। চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় বলেন, ‘বিরোধী দলের নির্বাচিত প্রতিনিধিদের সঙ্গে বিশদে আলোচনা করেই ওয়ার্ডভিত্তিক উন্নয়নমূলক কাজের তালিকা তৈরি করা হয়েছে। কোনও পুর প্রতিনিধি, এমনকী বিরোধী দলেরও কেউ এ ব্যাপারে কোনওরকম অভিযোগ তোলার অবকাশ পাবেন না।’ তিনি বলেন, ‘এ বছর বাইশে শ্রাবণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়াণ দিবসের অনুষ্ঠান বিশেষ মর্যাদায় পালন করা হবে। এ ব্যাপারে একটি কমিটি গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

আরও পড়ুন: বৃষ্টিতে বিপর্যস্ত জয়গাঁ, পথ মেরামতি প্রশাসনের

Latest article