সংবাদদাতা, বারাসত : মতুয়াদের (Matua) পাশে রাজ্যের মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee) সর্বদাই আছেন এবং থাকবেন। সমাজে পিছিয়ে পড়া মানুষের জন্য মুখ্যমন্ত্রী কী কাজ করেছেন সেটা এলাকার দলিত মানুষেরা জানেন। মতুয়াদের জন্য কী করেছেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) সেটা আর নতুন করে বলার দরকার নেই। মতুয়া (Matua) সম্প্রদায়ের মানুষেরা ভাল করেই সেটা জানেন। নবব্যারাকপুর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের আগাপুরে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের কামনাসাগরের সৌন্দর্যায়ন, আধুনিকীকরণ করে নবরূপে উদ্বোধন করতে এসে এই মন্তব্য করেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya)। তিনি নবওড়াকান্দি হরিচাঁদ গুরুচাদঁ সেবা সংঘের চারদিনের বিশ্ব মানবতাবাদ ধর্মমহাসন্মেলনের উদ্বোধন এবং পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম মাসুন্দা ঐতিহ্যবাহী চড়ক পুজো ও মেলার উদ্বোধন করেন। অর্থমন্ত্রীর সঙ্গে এদিন উপস্থিত ছিলেন পুরপ্রধান প্রবীর সাহা, উপপুরপ্রধান স্বপ্না বিশ্বাস, শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সুখেন মজুমদারসহ অন্য কাউন্সিলরেরা। এ-ছাড়াও ছিলেন হরিচাঁদ গুরুচাঁদ সেবা সংঘের সম্পাদক সঞ্জয় বিশ্বাস, সঞ্জীব মণ্ডলসহ বিশিষ্ট জনেরা। মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, পশ্চিমবঙ্গ সরকারের গ্রিন সিটি মিশন প্রকল্পের প্রায় ২৯ লক্ষ টাকা ব্যয়ে নবরূপে সৌন্দর্যায়ন আধুনিকীকরণ করা হয়েছে এই কামনাসাগর জলাশয়ের। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সারা রাজ্য জুড়ে চলছে উন্নয়ন। নবব্যারাকপুরেও উন্নয়নের ধারা বজায় রাখতে এই আধুনিকীকরণ ও সৌন্দর্যায়ন। মডেল বিধানসভা হিসেবে নবব্যারাকপুর পুরসভাকে সুন্দর করে গড়ে তোলা হবে বলেন এদিন জানান অর্থমন্ত্রী।
আরও পড়ুন: অটোয় দেখা যাবে ফরাসি সিনেমা