নতুন সিলেবাস কমিটি গঠিত

Must read

প্রতিবেদন : রাজ্য সরকারের বিদ্যালয় শিক্ষাবিভাগের সিলেবাস সংক্রান্ত বিশেষজ্ঞ কমিটিতে বেশ কিছু রদবদল করা হয়েছে। একবছর মেয়াদের নতুন কমিটিতে চেয়ারম্যান অপরিবর্তিত থাকলেও অন্য অনেক নতুন সদস্যকে কমিটিতে যুক্ত করা হয়েছে। পুরনো বেশ কিছু সদস্যকে বাদও দেওয়া হয়েছে। দফতরের নির্দেশিকায় জানানো হয়েছে অভীক মজুমদারই আগামী একবছর সিলেবাস কমিটির (Syllabus Committee) চেয়ারম্যান পদে থাকছেন। যাদবপুর এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন অধ্যাপক কমিটিতে থাকছেন। উচ্চমাধ্যমিক স্তর পর্যন্ত আটটি বিষয়ের জন্য আটজন মেন্টর নিযুক্ত করা হয়েছে। বেথুন স্কুল-সহ রাজ্যের একাধিক নামী সরকারি স্কুলের শিক্ষক-শিক্ষিকারা মেন্টর পদে থাকছেন। শিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে, রাজ্য সরকার কেন্দ্রীয় শিক্ষানীতির পাল্টা নিজস্ব শিক্ষানীতি তৈরি করছে। সেই নীতি নির্ধারণ করতে শিক্ষা দফতরের নির্দেশে দশ সদস্যের একটি কমিটিও তৈরি করা হয়েছে। কমিটি (Syllabus Committee) কোন কোন বিষয়ে নজর রেখে শিক্ষানীতি তৈরি করবে তা-ও বলে দেওয়া হয়েছে। রাজ্যের পড়ুয়া তথা শিক্ষা ব্যবস্থার সার্বিক স্বার্থ যেন রক্ষা পায়, এই নির্দেশিকা প্রকাশের দু’মাসের মধ্যে রিপোর্ট দেওয়ার জন্যও কমিটিকে অনুরোধ করা হয়েছে। এই কমিটির উদ্দেশ্য হবে বিকল্প শিক্ষানীতিতে কর্মসংস্থানকে বেশি গুরুত্ব দেওয়া। কমিটির সদস্যরা কর্মসংস্থানের পাশাপাশি ছাত্রছাত্রীদের উদ্ভাবনী ক্ষমতা বাড়ানোয় নজর দেবেন ।

Latest article