দুর্যোগের মুখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) হেলিকপ্টার (Helicopter)। জলপাইগুড়ি থেকে বাগডোগরা বিমানবন্দরে ফেরার পথে দুর্যোগের মুখে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো (Mamata Banerjee) হেলিকপ্টার। চালকের তৎপরতায় সেবক এয়ারবেসে জরুরি অবতরণ করানো হয় কপ্টারটিকে। নিরাপদেই রয়েছেন মুখ্যমন্ত্রী ও সফরসঙ্গীরা। প্রবল বৃষ্টির কারণেই এই বিভ্রাট বলে প্রাথমিক সূত্রে খবর।
মঙ্গলবার জলপাইগুড়ির সভা সেরে ক্রান্তি থেকে কলকাতায় ফেরার জন্য বাগডোগরার উদ্দেশে রওনা হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তখন আবহাওয়া খারাপ থাকলেও, হেলিকপ্টারে ওড়া যাবে না এমন পরিস্থিতি ছিল না। কিন্তু কপ্টার মাঝ আকাশে থাকাকালীনই প্রবল বৃষ্টি শুরু হয়। পাইলট সঙ্গে সঙ্গেই কপ্টারের মুখ ঘুরিয়ে যেদিকে পরিষ্কার আকাশ সেদিকে নিয়ে যান। সেবক এয়ারবেসে অবতরণের মতো অনুকূল পরিস্থিতি থাকায় সেখানেই কপ্টার নামানো হয়। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী নিরাপদে রয়েছেন। তবে কখন তিনি আবার কলকাতার অভিমুখে রওনা হতে পারবেন তা এখনও জানা যায়নি।