মোদি সরকারের আয়ু কতদিন জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

Must read

কেন্দ্রের বিজেপি সরকারের (Modi Government) আয়ু আর মাত্র ৬ মাস। জলপাইগুড়ির সভা থেকে সাফ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একই সঙ্গে তিনি বলেন, বাংলাকে বঞ্চনা করে, আমেরিকা, রাশিয়া ঘুরে বেড়াচ্ছেন মোদি। সামনেই পঞ্চায়েত ভোট। তবে, পাখির চোখ ২০২৪-এর লোকসভা নির্বাচন। সেই দিকে তাকিয়েই ভোটের প্রচারে মোদি সরকারকে ধুয়ে দিচ্ছেন তৃণমূল সুপ্রিমো। সোমবারের পরে মঙ্গলবার- বিজেপিকে তুলোধনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিনের সভা থেকে বিজেপি তথা প্রধানমন্ত্রীকে তীব্র আক্রমণ করেন তৃণমূল সুপ্রিমো (TMC Supremo Mamata Banerjee)। তিনি বলেন, “আমি যদি আমার দেশকে চিনে থাকি তাহলে কেন্দ্রের বিজেপি সরকার আর মাত্র ৬মাসের আয়ু। ধুয়েমুছে সাফ হয়ে যাবে। তাই এখন লবি করতে শুরু করেছে।“ মুখ্যমন্ত্রী বলেন, পঞ্চায়েত ও লোকসভায় জিতে কেন্দ্র থেকে বাংলার বকেয়া তিনি ফিরিয়ে আনবেনই।

আরও পড়ুন: দুর্যোগের মুখে মুখ্যমন্ত্রীর কপ্টার, সেবক এয়ারবেসে জরুরি অবতরণ

আগেও মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, আগামী লোকসভা নির্বাচনে দিল্লি থেকে ক্ষমতাচ্যুত হবে বিজেপি। এদিনের সভা থেকেও ফের মোদির আমেরিকা সফর নিয়ে নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “দেশে আনাজের আকাশ ছোঁয়া দাম। পেট্রোল-ডিজেলের দাম বিজেপির আমলে তিনগুণ হয়েছে। গ্যাসের দাম নিয়েও তীব্র কটাক্ষ করেন তৃণমূল সুপ্রিমো বলেন, ওহে নন্দলাল, ১২টাকার গ্যাসে ফুটছে বিনাপয়সার চাল।“

Latest article