প্রতিবেদন : ১৫০-এর লক্ষ্যে আরও সাতটি নতুন বই প্রকাশিত হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee- Book)। প্রতিবারই কলকাতা বইমেলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বই প্রকাশিত হয়। সেই ধারা বজায় রেখে বৃহস্পতিবার কলকাতা আন্তর্জাতিক বইমেলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সাত-সাতটি বই প্রকাশিত হল। বইমেলা উদ্বোধনের পর এই সাতটি বই প্রকাশ করেন মুখ্যমন্ত্রী স্বয়ং।
মুখ্যমন্ত্রীর লেখা পাঁচটি বই দে’জ প্রকাশনীর, বাকি দুটি অন্য প্রকাশনী সংস্থার৷ ২০২৩ পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee- Book) মোট ১৩৬টি বই প্রকাশিত হয়েছিল। এবার সাতটি বই প্রকাশিত হওয়ায় তা বেড়ে হল ১৪৩। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগামী বছরই আরও সাতটি বই লিখে তিনি দেড়শোর মাইলস্টোন স্পর্শ করবেন। ২০২৪–এ প্রকাশিত সাতটি বইয়ের মধ্যে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছড়ার বই ‘লহ প্রণাম ছড়ায় ছড়ায় (২)’। প্রকাশিত হয়েছে ‘হাম্বল রিগার্ডস’ বইটি। এটি ইংরেজি ভাষায় লেখা। এছাড়া ‘তৃণমূল স্তরে তৃণমূলের জয়’, ‘উৎসব সবার’, ‘ফেস্টিভ্যালস ফর অল’, ‘কবিতাবিতান’, ‘বিল্ড হেরিটেজ অফ বেঙ্গল’। শেষোক্ত তিনটি ইংরেজি সংস্করণ।
আরও পড়ুন- ঐক্যবদ্ধ থাকলে তিন আসনেই জয় সম্ভব : মুখ্যমন্ত্রী
মমতা বন্দ্যোপাধ্যায় একাধারে যেমন বাংলার মুখ্যমন্ত্রী, অন্যদিকে সাহিত্যের একনিষ্ঠ পাঠক এবং লেখক৷ কিন্তু প্রশ্ন হচ্ছে, দল এবং রাজ্যের মুখ্যমন্ত্রিত্বের বিরাট দায়িত্ব সামলে কখন তিনি লেখেন? মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছেন, ট্রাভেল করতে করতে লিখে ফেলি৷ কখনও কাজে ফাঁকে, আবার কখনও ঘটনার টানে৷ শুরু সেই ১৯৯৫ সালে৷ মুখ্যমন্ত্রীর লেখা এবং সুর করা গান ইতিমধ্যে প্রথিতযশা শিল্পীরা শুধু গেয়েছেন তাই নয়, সুপারহিট সেইসব গান৷ গতবার মুখ্যমন্ত্রীর লেখা বই ছিল বইমেলার মূল আকর্ষণ৷ এবারও তার ব্যতিক্রম হচ্ছে না৷ প্রকাশকদের নিশ্চিত অনুমান, এবারও বেস্ট সেলার হতে চলেছে দিদির ৭টি বই৷
প্রতিবেদন: ১৩,৪২১ শূন্যপদের জন্য দ্বিতীয় দফার ইন্টারভিউর দিন ঘোষণা করল প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal…
রাজ্য সরকারের ডিজিটাল পরিষেবা উদ্যোগ আরও একবার জাতীয় স্বীকৃতি পেল। পশ্চিমবঙ্গ সরকারের ‘অনুমোদন’ (Anumodan) নামে…
রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…