ঐক্যবদ্ধ থাকলে তিন আসনেই জয় সম্ভব : মুখ্যমন্ত্রী

মুর্শিদাবাদ

Must read

প্রতিবেদন : নিজেরা ঐক্যবদ্ধ থাকুন। সবরকম প্রস্তুতি সেরে রাখুন। লড়াই করুন টিম তৃণমূল কংগ্রেস হিসেবে। মুর্শিদাবাদের তিনটি আসন আমরাই জিতব। শুক্রবার কালীঘাটের বাড়িতে মুর্শিদাবাদ জেলার নেতা-নেত্রীদের নিয়ে সাংগঠনিক বৈঠকে প্রত্যয়ের সঙ্গে জানিয়ে দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বৈঠকে মুর্শিদাবাদ জেলার বিধানসভা ধরে সাংগঠনিক বিষয়ে বেশ কিছু পরামর্শ দেন। একইসঙ্গে তিনি এই জেলার কয়েকজন নেতার নিজেকে জাহির করা ও দলের ঊর্ধ্বে মনে করার প্রবণতা বন্ধ করার কথা বলেন। অভিষেকের কথায়, দলই শেষ কথা। দলের নির্দেশ মেনেই সকলকে চলতে হবে। কেউ কেউ মৌরসি পাট্টা চালানোর চেষ্টা চালাচ্ছে। এ জিনিস বরদাস্ত করা হবে না। এদিন বিকেল ৪টের কিছু পরে নেত্রীর বাড়িতে বৈঠক শুরু হয়। প্রায় ঘণ্টা দুয়েক চলে বৈঠক। লোকসভা নির্বাচনকে সামনে রেখে জেলাওয়ারি বৈঠক শুরু করছেন নেত্রী। কোন পথে তৃণমূল কংগ্রেস চলবে। বিজেপির বিরুদ্ধে লোকসভার লড়াইয়ে কোন বিষয়গুলিকে তুলে ধরতে হবে। বিজেপি কেন দেশ ও বাংলার জন্য বিপদ তা মানুষের বাড়ি বাড়ি গিয়ে বোঝাতে হবে। সেইসঙ্গে মা-মাটি-মানুষের সরকারের উন্নয়ন প্রকল্পগুলির কথা আরও বেশি করে প্রচার করতে হবে। এই প্রকল্পগুলির সুবিধা প্রত্যন্ত এলাকার মানুষজন পাচ্ছেন কি না তা খেয়াল রাখতে হবে। গরিব, আদিবাসী, সংখ্যালঘুদের পাশে দাঁড়াতে হবে। প্রয়োজনে তাদের ফর্মটাও ফিল আপ করে দিতে হবে। সাফ কথা নেত্রীর।

আরও পড়ুন- অর্থ কমিশনের টাকা খরচে রাজ্যে প্রথম মহিষাদল পঞ্চায়েত সমিতি

মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) স্পষ্ট নির্দেশ, জেলার উন্নয়নমূলক প্রকল্পের কাজ দ্রুত শেষ করুন। যেসব কাজের টেন্ডার এখনও হয়নি তা অবিলম্বে করে কাজে নেমে পড়তে হবে। বিশেষ করে রাস্তার কাজ দ্রুত শেষ করতে হবে। ১০০ দিনের কাজের টাকা সহ বাংলা আবাস যোজনায় কেন্দ্রীয় বঞ্চনার কথা বেশি করে মানুষের কাছে তুলে ধরার কথা কথা বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সব মিলিয়ে দু’ঘণ্টার এই বৈঠকে দলের শীর্ষ নেতৃত্ব বুঝিয়ে দিয়েছেন, লোকসভার লড়াইয়ের প্রস্তুতি এখন থেকেই শুরু করতে হবে। আগামী ২৩ জানুয়ারি বীরভূম জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Latest article