কেন্দ্রের ছাড়পত্র লন্ডনে ৫ দিনের সফরে মুখ্যমন্ত্রী

Must read

প্রতিবেদন : বুধবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) লন্ডন সফরের ছাড়পত্র এসে গিয়েছে। আগামী ২১ মার্চ পাঁচদিনের ঝটিকা সফরে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে সেখানে বক্তৃতা দিতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)। সঙ্গে যাবে শিল্প প্রতিনিধিদের একটি দলও। প্রোটোকল অনুযায়ী দেশের কোনও মুখ্যমন্ত্রীকে বিদেশ সফরে যেতে হলে কেন্দ্রীয় ছাড়পত্র নিতে হয়। এক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। এর আগে একাধিকবার বিদেশ সফরের আমন্ত্রণ থাকলেও মুখ্যমন্ত্রী কেন্দ্রের ছাড়পত্র না পাওয়ায় যেতে পারেননি। এবার যাচ্ছেন। আগামী ২৭ মার্চ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা করবেন মুখ্যমন্ত্রী। লন্ডনের সময় অনুযায়ী বিকেল সাড়ে পাঁচটায় বক্তৃতার সময়। ভারতীয় সময় অনুযায়ী সেটি এখানে দেখা যাবে রাত সাড়ে দশটা থেকে এগারোটা নাগাদ। যদিও মুখ্যমন্ত্রী এদিন একান্ত আলাপচারিতায় জানিয়েছেন, ওইদিন তিনি আগেই অক্সফোর্ডে পৌঁছে যাবেন। কারণ, অক্সফোর্ড কর্তৃপক্ষ তাঁকে সেখানকার বিভিন্ন জায়গা ঘুরিয়ে দেখাবেন। এই সফরে সেখানকার শিল্প প্রতিনিধিদের সঙ্গে এ-রাজ্যের শিল্প প্রতিনিধি দলের একটি সেশন হবে। উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রীও। চলতি বছরে সফল ও বৃহত্তম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের পরপরই এই লন্ডন সফর বাংলায় বিনিয়োগের দরজা আরও বেশি করে খুলবে বলেই বিশ্বাস বাণিজ্য মহলের। এমনিতেই গোটা দেশে ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং বৃহত্তর শিল্পক্ষেত্রেও দেশের অগ্রণী ভূমিকা পালন করছে বাংলা। নিজেই এ কথা ট্যুইট করেছেন মুখ্যমন্ত্রী। এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লন্ডন সফর ঘিরে উৎসাহ-উদ্দীপনা ও বিনিয়োগের আগ্রহ নিশ্চিতভাবেই আরও বাড়বে এ-বিষয়ে কোনও সন্দেহ নেই।

আরও পড়ুন- বাংলা ভাল থাকলে দেশ ভাল থাকবে, বসন্তোৎসবে সর্বধর্ম সমন্বয়ের বার্তাই দিলেন মুখ্যমন্ত্রী

Latest article