বামিংহ্যাম, ১২ মার্চ : অল ইংল্যান্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের প্রথম রাউন্ডেই হার পিভি সিন্ধু। দু’বারের অলিম্পিক পদকজয়ী ভারতীয় শাটলারের দুঃসময় যেন কাটতেই চাইছে না! বুধবার সিন্ধু কোর্টে নেমেছিলেন দক্ষিণ কোরিয়ার গা ইয়ুন কিমের বিরুদ্ধে। প্রথম গেম জিতলেও, পরের দুটো গেম হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন। বিশ্বের ২১ নম্বর কিম ১৯-২১, ২১-১৩, ২১-১৩ ব্যবধানে ম্যাচ পকেটে পুরে নেন।
আরও পড়ুন-কেন্দ্রের ছাড়পত্র লন্ডনে ৫ দিনের সফরে মুখ্যমন্ত্রী
সিন্ধু এর আগে ইন্দোনেশিয়া ওপেনের প্রথম রাউন্ডেই ছিটকে গিয়েছিলেন। ইন্ডিয়ান ওপেনেও কোয়ার্টার ফাইনালের বেশি এগোতে পারেননি। সেই ব্যর্থতার পালা বজায় রইল অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপেও। সিন্ধু বিদায় নিলেও, মেয়েদের সিঙ্গলসের দ্বিতীয় রাউন্ডে উঠেছেন আরেক ভারতীয় শাটলার মালবিকা বনসুদ। তিনি হারিয়েছেন ইন্দোনেশিয়ার ইয়েই জিয়া মিনকে। তিন গেমের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর মালবিকা ২১-১৩, ১০-২১, ২১-১৭ ফলে ম্যাচ জিতে নেন। মিক্সড ডাবলসের শেষ ষোলো রাউন্ডে পৌঁছেছেন ভারতীয় জুটি রোহন কাপুর ও রুত্বিকা গাড্ডে। তাঁরা ২১-১০, ১৭-২১, ২৪-২২ গেমে হারিয়েছেন চাইনিজ তাইপের জুটি ইয়ে হং উই ও নিকোল চেনকে।