বিধিনিষেধ বহাল আগস্টের শেষ পর্যন্ত, সংক্রমণ রুখতে বন্ধ লোকাল ট্রেন

Must read

প্রতিবেদন : ৩০ অগাস্ট পর্যন্ত বজায় থাকছে বিধিনিষেধ। বৃহস্পতিবার, নবান্নে সাংবাদিক বৈঠকে এমনটাই জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় কোভিড পরিস্থিতির যথেষ্ট উন্নতি হয়েছে। তবে তৃতীয় ঢেউ আটকাতে কিছু নিয়ম শিথিল করে এই বিধিনিষেধ জারি করা হয়েছে।

আরও পড়ুন : উপনির্বাচন নিয়ে সব দলের মত চাইল নির্বাচন কমিশন

তবে এখনই চলছে না লোকাল ট্রেন। মুখ্যমন্ত্রী বলেন, “আমি জানি লোকাল ট্রেন না চলায় অনেকের অসুবিধা হচ্ছে। কিন্তু মানুষের জীবনের থেকে দামী কিছু নয়। সেপ্টেম্বরে তৃতীয় ঢেউয়ের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। সেই কথা মাথায় রেখেই এখনই লোকাল ট্রেন চালানো যাচ্ছে না”। ৫০% বেশি মানুষের ভ্যাক্সিনেশন সম্পূর্ণ হয়ে গেলেই লোকাল ট্রেন চালানো হবে বলে জানান মুখ্যমন্ত্রী। রাত্রিকালীন বিধিনিষেধও কিছু শিথিল করা হয়েছে।

আরও পড়ুন : ‘কন্যাশ্রী’ হল ‘কন্নাশ্রী’, বিক্ষোভ দেখাতে গিয়ে বানান বিড়ম্বনায় পড়লেন দিলীপ

এক নজরে দেখে নেওয়া যাক না বিধিনিষেধ

• ৩০ অগাস্ট পর্যন্ত বহাল থাকছে বিধিনিষেধ

• চলবে না লোকাল ট্রেন

• ৫০ শতাংশ লোক নিয়ে খোলা যাবে থিয়েটার-অডিটোরিয়াম

• ৫০ শতাংশ লোক নিয়ে খোলা যাবে সুইমিংপুল

• রাত্রিকালীন বিধিনিষেধের সময় কমিয়ে রাত 11 টা থেকে ভোর পাঁচটা

এদিন ফের পর্যাপ্ত টিকা পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন বেশি মানুষকে টিকা দেওয়া পেলেই পরিস্থিতি আরও বেশি স্বাভাবিক করে দেওয়া যাবে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, বিশেষজ্ঞদের মতে, তৃতীয় ঢেউয়ে শিশুদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে টিকাকরণ অত্যন্ত জরুরি বলে মত মুখ্যমন্ত্রীর। শহরের অন্তত ৭৫ শতাংশ মানুষকে একটি করে ভ্যাকসিন দেওয়া গিয়েছে বলে জানান মমতা।

Latest article