তফশিলি-অনগ্রসর কল্যাণে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Must read

প্রতিবেদন : তফশিলি ও অনগ্রসর কল্যাণে আরও বাজেট বাড়াল রাজ্য। বুধবার নবান্নে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তফশিলি সম্প্রদায়ের জন্য চাকরিক্ষেত্রেও এখন থেকে সংরক্ষণ ২২ শতাংশ করা হয়েছে।

বুধবার, রাজ্যে নবগঠিত তফশিলি জাতি উন্নয়ন কাউন্সিলের প্রথম বৈঠক হয়। সব সদস্যকে নিয়ে আলোচনা করেন মুখ্যমন্ত্রী। সেখানেই এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তফশিলি জাতির উন্নয়নে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন : তৃণমূল আমলে শিক্ষকদের পরিস্থিতি জেনে কথা বলুক বিরোধীরা : কুণাল ঘোষ 

তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পরেই রাজ্যে তপশিলি জাতি ও উপজাতির উন্নয়নে আলাদা অ্যাডভাইজারি কাউন্সিল তৈরি করেন মুখ্যমন্ত্রী। দেশের মধ্যে প্রথম পশ্চিমবঙ্গে এই ধরনের কাউন্সিল তৈরি হয়েছে বলে জানান মমতা। এদিন, প্রথম বৈঠকে উপস্থিত ছিলেন অনগ্রসর শ্রেণির জনপ্রতিনিধি তথা বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারি, প্রাক্তন সংসদ মমতাবালা ঠাকুর-সহ অন্যান্য সদস্যরাও।

মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে তফশিলি পড়ুয়াদের জন্য ইংরাজি মাধ্যম স্কুল তৈরি হচ্ছে। ‘শিক্ষাশ্রী’ প্রকল্পের মাধ্যমে তাদের লেখাপড়ার খরচ চলছে। এছাড়া এবার থেকে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে উচ্চশিক্ষার জন্য স্বল্পসুদে ঋণ দেওয়া চালু হচ্ছে।  ‘কাস্ট সার্টিফিকেট’ দেওয়ার জন্য  রাজ্য সরকারের ‘দুয়ারে সরকার’।

Latest article