তৃতীয় ঢেউয়ের সঙ্গে লড়তে প্রস্তুত রাজ্য :অভয় মুখ্যমন্ত্রীর

Must read

প্রতিবেদন : করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা রয়েছে। বলা হয়েছে এই নয়া ঢেউয়ে শিশুদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। মুখ্যমন্ত্রী অভয় দিয়ে জানালেন, প্রস্তুত আছে রাজ্য।

রাজ্যে শিশুদের জন্য হাসপাতালে বেডের সংখ্যা বাড়ানো হয়েছে। বুধবার, পানাগড়ের অনুষ্ঠানে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে টিকাকরণের বিষয়ক ফের জোর দেন মুখ্যমন্ত্রী। তবে তিনি জানান, ভ্যাকসিন রাজ্যের হাতে নেই। কেন্দ্র পাঠালে সবাইকে দেওয়ার ব্যবস্থা করবে রাজ্য। ” ভ্যাকসিন সকলেই পাবেন। তবে হুড়োহুড়ি করবেন না ।”

আরও পড়ুন : আগরতলায় পৌঁছেই বিজেপিকে একহাত সুস্মিতার 

মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে ৪ কোটির বেশি টিকাকরণ হয়েছে। আরও ১৪ কোটি টিকা প্রয়োজন। শিশুদের কথাও মাথায় রাখতে হচ্ছে। শিশুদের জন্য ১০ হাজার বেড প্রস্তুত রাখা হয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী। পাশাপাশি তিনি বলেন, শহর এলাকায় ৭৫ শতাংশ টিকা দেওয়া গিয়েছে। ১২ বছরের নিচে শিশুদের মায়েদের টিকাকরণের জোর দিয়েছে রাজ্য। তৃতীয় ঢেউ সামাল দিতে সকলকে মাস্ক পরার এবং সাবধানতা অবলম্বন করার পরামর্শ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Latest article