সোমবার, বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Shubhendu Abhikari) বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন শুভেন্দুর সঙ্গে বালিগঞ্জের (Ballyganj) ব্যবসায়ী মনজিৎ সিং গ্রেওয়ালের ছবি দেখান মমতা।
আরও পড়ুন-‘বাবাকে মন্ত্রী করা হয়েছিল বলে সেবার শপথগ্রহণে যায়নি’ বিধানসভায় বিরোধী দলনেতা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী
গত সপ্তাহে বালিগঞ্জে মনজিৎ সিং গ্রেওয়ালের বাড়িতে হানা দিয়েছিল ED। উদ্ধার হয় ১কোটি ৪০ লক্ষ টাকা। সেই মনজিৎ সিং গ্রেওয়াল ওরফে জিত্তিভাইয়ের সঙ্গে কার্তিক বন্দ্যোপাধ্যায়ের ছবি টুইট করেছিলেন বিরোধী দলনেতা। এদিন, এর পাল্টা জবাব দেন মমতা। তিনি অভিযোগ করেন, “আমার ভাই আর ভাইয়ের বউকে বিজেপিতে নিয়ে যেতে চেয়েছিল।“ মনজিৎ সিংয়ের সঙ্গে শুভেন্দুর ছবি দেখান মুখ্যমন্ত্রী। বলেন, “এই লোককে দিয়েই আমার ভাই আর ভাইয়ের বউকে BJP-তে নিয়ে যেতে চেয়েছিল। কিন্তু ওঁরা যায়নি।” এরপরেই মমতার মন্তব্য, “দিদি বকে, চমকায়, কিন্তু দিদি ভালওবাসে।” এরপরেই তোপ দেগে মমতা বলেন, “আমার ভাই আর ভাইয়ের বউকে BJP-তে নিয়ে যেতে পারেনি বলে গায়ের ঝাল মেটাচ্ছে। তৃণমূলের সবাই চোর ডাকাত আর তোমরা সাধু পুরুষ!”
আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে বিধানসভা থেকে শুভেন্দুকে সাসপেন্ড করার প্রস্তাব প্রত্যাহার
২০২১-র ভোটের আগে একাধিক জনসভা থেকে শুভেন্দু বলেন, “এবার কালীঘাটেও পদ্মফুল ফোটাব।“ কিন্তু ভোটের পরে সেই ফানুস চুপসে গিয়েছিল। এদিন, তথ্য দিয়েই শুভেন্দুর বিরুদ্ধে তোপ দাগলেন মমতা।