মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে বিধানসভা থেকে শুভেন্দুকে সাসপেন্ড করার প্রস্তাব প্রত্যাহার

Must read

বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে অপমান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। সোমবার স্পিকারের সঙ্গে অভব্য আচরণ শুভেন্দুর। এর জেরে বিধানসভা থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari- Mamata Banerjee) সাসপেনশনের প্রস্তাব আনেন তৃণমূল বিধায়ক তথা বিধানসভার উপমুখ্যসচেতক তাপস রায় (Tapas Ray)। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) হস্তক্ষেপে সেই প্রস্তাব প্রত্যাহার হল। এই ঘটনা থেকে বিরোধীদলের শিক্ষা নেওয়া উচিত বলে এদিন মন্তব্য করেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: স্পিকারকে ‘অপমান’ বিরোধী দলনেতার, শুভেন্দুর হয়ে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী

অধ্যক্ষর চেয়ারের অসম্মান। এর জেরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari- Mamata Banerjee) সাসপেনশনের প্রস্তাব আনেন তৃণমূল বিধায়ক তাপস রায়। ২০ ফেব্রুয়ারি পর্যন্ত এই সাসপেন্ড করার প্রস্তাব দেওয়া হয়। কিন্তু শুভেন্দুর হয়ে ক্ষমা চান মমতা বন্দ্যোপাধ্যায়। সাসপেনশন প্রস্তাবের বিরোধিতা করেন তিনি। স্পিকার বলেন, যেহেতু মুখ্যমন্ত্রী ক্ষমা চেয়ে নিয়েছেন তাই প্রস্তাব প্রত্যাহার করে নিন। স্পিকারের কথায় প্রস্তাব প্রত্যাহার করে নেন উপমুখ্যসচেতক। এরপরেই বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, এর থেকে বিরোধীদের শিক্ষা নেওয়া উচিৎ।

Latest article