গ্রামীণ মহিলাদের পাশে মুখ্যমন্ত্রীর আনন্দধারা, ৪৩০ স্বনির্ভর গোষ্ঠীকে ২৮৫ কোটি ঋণ

অনুষ্ঠান মঞ্চ থেকে জেলার বিভিন্ন প্রান্তের স্বনির্ভর গোষ্ঠীগুলির হাতে ব্যাঙ্কঋণের অনুমোদনের ডামি চেক তুলে দেওয়া হয়।

Must read

সংবাদদাতা, মেদিনীপুর : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আনন্দধারা প্রকল্পের মাধ্যমে গ্রামীণ মহিলারা স্বনির্ভর হওয়ার সুযোগ পাচ্ছেন। বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার প্রদ্যোৎ স্মৃতিসদনে ডিআরডিসির তরফে আয়োজিত হল এসএইচজি মেগা ক্রেডিট ক্যাম্প। ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদ সভাধিপতি প্রতিভারানি মাইতি, জেলাশাসক খুরশিদ আলি কাদরি, অতিরিক্ত জেলাশাসক (পঞ্চায়েত) মৌমিতা সাহা, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ও ব্যাঙ্কের প্রতিনিধিরা। অনুষ্ঠান মঞ্চ থেকে জেলার বিভিন্ন প্রান্তের স্বনির্ভর গোষ্ঠীগুলির হাতে ব্যাঙ্কঋণের অনুমোদনের ডামি চেক তুলে দেওয়া হয়।

আরও পড়ুন-রাজ্যপালের নাটক

মোট ৪৩০টি স্বনির্ভর গোষ্ঠী ২৮৫ কোটি টাকার ঋণ পেয়েছে। অষ্টম পর্যায়ের দুয়ারে সরকারের পর ঋণের পরিমাণ ৪০০ কোটি টাকা হতে পারে বলে মনে করা হচ্ছে। স্বনির্ভর গোষ্ঠীগুলির মধ্যে ১১টি দল ২০ লক্ষ টাকা ঋণ নিতে সমর্থ্য হয়েছে। ৮টি দল ১৮ লক্ষ টাকা ঋণ পেয়েছে। আরও আটটি দল পেয়েছে ১৫ লক্ষ টাকা। তিনটি দল পেয়েছে ১২ লক্ষ টাকার ঋণ। আনন্দধারা প্রকল্পের মাধ্যমে জেলার মহিলারা স্বনির্ভর হওয়ার সুযোগ পাচ্ছেন। আগামী দিনে তাঁরা স্বনির্ভর হওয়ার লক্ষ্যে আরও এগিয়ে যাবেন বলে আশা জেলা প্রশাসনের।

Latest article